কেরলে CPM এর স্বাস্থ্যমন্ত্রীর ১৬০০ কোটি টাকার দূর্নীতি প্রকাশ্যে এলো? সর্ষের মধ্যেই ভূত!


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : কেরলে CPM এর স্বাস্থ্যমন্ত্রীর ১৬০০ কোটি টাকার দূর্নীতি প্রকাশ্যে এলো? সর্ষের মধ্যেই ভূত!

কেরালার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলেজাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেরলের লোকায়ুক্ত আদালত। PPE কিট কেনায় দূর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিরোধী কংগ্রেস নেত্রী এস নায়ার এই দূর্নীতির অভিযোগটি করেছিলেন। 

অভিযোগ উঠেছে, করোনার প্রথম ঢেউয়ের সময় শৈলেজা কেরলের স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন PPE ও অন্যান্য মেডিকেল সামগ্রী কেনার নামে সরকারি কোষাগারের বিপুল অর্থ তছরূপ করেছে। করোনা কালে যে PPE কিটের দাম ছিল ৫০০ টাকা সেই PPE কিট কিনেছিলেন ১৫০০ টাকায়। সব মিলিয়ে প্রায় ১৬০০ কোটি টাকার দূর্নীতির অভিযোগ উঠেছে কে কে শৈলেজার বিরুদ্ধে। 


২০২০ সালে কোভিড অতিমারীর সময় এই দূর্নীতির অভিযোগের ভিত্তিতে লোকায়ুক্ত আইনের ৯(৩) ধারায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শৈলেজা ছাড়াও কেরলের স্বাস্থ্যসচিব রাজন এন খোবরাগাড়েখোবরাগাড়ে, মেডিকেল সার্ভিসেস কর্পোরেশনের প্রাক্তন MD বালামুরালি এবং মেডিকেল সার্ভিসেস কর্পোরেশনের প্রাক্তন GM এস আর দিলীপ কুমারের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। 

এই অভিযোগে কেরলের লোকায়ুক্ত সিপিএম নেত্রী শৈলেজাকে তলব করেছেন। আগামী ৯ই ডিসেম্বর শৈলেজাকে কেরলের দূর্নীতি দমন শাখায় হাজিরা দিতে হবে। তাঁর বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগটি করেছেন। কেরালার মুখ্যমন্ত্রীও নাকি সমস্তটাই জানতেন, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। 

কে কে শৈলেজা কোভিড অতিমারীর সময় ভালো কাজ করেছিল এবং নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই অবদানের জন্য আন্তর্জাতিক স্তরেও প্রশংসা কুড়িয়েছিলেন শৈলেজা। এবার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি শৈলেজা কোভিড অতিমারীর সময় ভালো কাজের আড়ালে বিশাল দূর্নীতি করেছেন? ভালো কাজের আড়ালে দূর্নীতি করাই কি ছিল তাঁর মূল লক্ষ্য? প্রশ্ন উঠতে শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম