ঐন্দ্রিলা কি ভালো নেই? তাই কি ফেসবুক থেকে সমস্ত পোস্ট ডিলিট করলেন সব্যসাচী?


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে মধ্যরাতে একটি দীর্ঘ পোস্ট করেন অভিনেতা সব্যসাচী। এই পোষ্টের সব্যসাচী ঐন্দ্রিলার শারীরিক অবস্থার উন্নতির আভাস দেন। তবেই প্রথম নয়, গত ২রা অক্টোবর যেদিন প্রথম ঐন্দ্রিলা হসপিটালে ভর্তি হয়েছিলেন, সেইদিন থেকে অভিনেতা সব্যসাচী ঐন্দ্রিলার শারীরিক অবস্থার খুঁটিনাটি খবর ফেসবুকে জানাচ্ছিলেন। কিন্তু শনিবার সন্ধ্যায় ঐন্দ্রিলা সম্পর্কিত যাবতীয় পোস্ট মুছে ফেললেন সব্যসাচী। তাহলে কি অভিনেত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হলো? চিন্তায় অনুরাগীরা।

ঐন্দ্রিলা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ছয় দিন পরে, সব্যসাচী লিখেছিলেন ফেসবুকে, “নিজের হাতে নিয়ে এসেছিলাম। নিজের হাতে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।” কখনো কখনো আবার সব্যসাচী অলৌকিক শক্তির কাছে প্রার্থনা করার অনুরোধ জানান। তিনি লেখেন, “কোনদিন এটা এখানে লিখব ভাবিনি। আজ লিখলাম। অলৌকিকের জন্য প্রার্থনা করুন।”

তারপর হঠাৎই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ঐন্দ্রিলা কে নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পর, তিনি লেখেন, “আরেকটু থাকতে দাও ওকে, এসব লেখার সময় পাবে...।” মাঝের বেশ কয়েকটা দিন, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা অতি সংকটেই কেটেছে।

শুক্রবার মধ্যরাতে অভিনেত্রী ঐন্দ্রিলার পরিস্থিতি খানিকটা উন্নতির আভাস দেন সব্যসাচী। তিনি লেখেন, “কয়েক হাজার মানুষের নিঃস্বার্থ ভালোবাসার জন্য এতখানি লেখা প্রয়োজন ছিল। একটু কষ্ট করে পড়ে নিও।...” যতবার এই অভিনেতা সব্যসাচী ঐন্দ্রিলা কে নিয়ে কোন পোস্ট করেছেন, সেটা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয় তার পুরনো ছবি নিয়ে তৈরি করা হয়েছে বহু ভিডিও। কিন্তু সব্যসাচী অতীতের সব পোস্ট ডিলিট করায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীর পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়েছে? চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম