সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : মোদীর উল্টো পথে হেঠে মৃত্যু নিয়ে রাজনীতি না করার বার্তা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেতু দূর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া সেই মোরবি বিপর্যয়ের সাক্ষী ছিলো গোটা দেশ। এই ভয়াবহ বিপর্যয়ে প্রান হারিয়েছে ১৪১ জন মানুষ। আর গুজরাট নির্বাচনের আগে এই ঘটনা নিয়ে জোরদার আক্রমণ চালিয়ে যেতো পারতো বিরোধীরা যেভাবে মোদী ২০১৬ এর ভোটের আগে পশ্চিমবঙ্গের পোস্তা দূর্ঘটনাকে " দিদি এটা অ্যাক্ট অব গড না অ্যাক্ট অব ফ্রড হ্যায় " বলে উল্লেখ করেছিলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সত্ত্বার বাইরে গিয়ে নিজের মানবিক সত্ত্বাকে অনুসরণ করলেন এবং নিজেকে বিরত করলেন এই কাজ থেকে।
মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের নিম্ন রাজনীতির পথে না হেঠে পরিস্কার বললেন " মোরবির দূর্ঘটনায় অনেকগুলি মানুষের প্রাণ গিয়েছে। এটা নিয়ে রাজনীতি করবো না। এটা মানবিকতা দিয়ে দেখা উচিৎ। "
সম্পূর্ণ দূর্ঘটনার তদন্তের দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে তদন্তের প্রস্তাব দিয়েছেন এবং দোষীদের শাস্তি চেয়েছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এর মন্তব্য পুরো ঘটনাটার উপর বিচারবিভাগীয় তদন্ত হওয়ার প্রয়োজন।
সব মিলিয়ে এই জটিল পরিস্থিতিতে যখন সময় রাজনৈতিক কাঁদা ছোড়া ছুড়ি এবং রাজনৈতিক খেলায় লিপ্ত সেই সময় রাজনীতির উর্দ্ধে উঠে এমন মানবিক বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি করলেন।
