সিএএ এর বিরুদ্ধে বিধানসভায় আনা হবে নিন্দা প্রস্তাব, জানালেন পরিষদীয় মন্ত্রী


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা অধিবেশন। এই অধিবেশনেই রাজ্য সরকার আনতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব। 

যতদূর জানা যাচ্ছে আগামী ডিসেম্বর মাসেই সিএএ সারা দেশ জুড়ে লাঘু করতে উদ্যত হবে মোদী সরকার। আর তাই এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে প্রস্তুতি নিচ্ছে তৃনমূলের পরিষদীয় দল। 

রাজনৈতিক মহলের মতে এই প্রস্তাব আনা হলে তোলপাড় হতে পারে আগত অধিবেশনে। প্রথম দিন থেকেই এই আইনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন থেকেই এর বিরুদ্ধে তৃনমূল নিন্দা করে এসেছে। 

এবার সেই বিরোধিতাতেই পারিষদীয় সিলমোহর লাগাতে চলেছে জোড়া ফুল শিবির। তবে এই বিতর্কিত ইস্যুতে তৃনমূলের সঙ্গে সংঘাত হতে পারে বিজেপির এমনই আশঙ্কা করছে সকলে। 

সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রবল সাওয়াল করেছে সিএএ এর পক্ষে। এবার বিধানসভায় প্রস্তাব আনা হলে তার বিরুদ্ধে বিধানসভায় নিশ্চিত ভাবেই সরব হবে বিরোধী দলনেতা। আর বিরোধী দলনেতার বক্তব্যের ব্যাপক প্রতিক্রিয়া হয় শাসক দলের বিধায়কদের মধ্যে। ফলে বিধানসভার শীতকালীন অধিবেশন বেশ উত্তপ্ত হতে পারে এমনই আশা রাজনৈতিক পর্যবেক্ষকদের। 

বিজেপির মাতুয়া বিধায়করা দ্রুত সিএএ লাঘু করবার পক্ষপাতী। তাই নিন্দা প্রস্তাবে তাদের মধ্যেও দেখা যেতে পারে প্রবল প্রতিক্রিয়া। 

এই প্রস্তাব আনা হতে এই সম্বন্ধে ইঙ্গিত পাওয়া গেছে পারিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এর বক্তব্যে। তিনি বলেছেন এই অধিবেশনে কিছু বিলের সঙ্গে সঙ্গে কিছু প্রস্তাবও আনার কথা ভাবছে রাজ্য সরকার।  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম