সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : অবশেষে ২০১৭ সালের টেট প্রার্থীদের নম্বর প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার উত্তীর্ণ সকল প্রার্থীদের নম্বর প্রকাশিত হলো পর্ষদের ওয়েবসাইটে।
এও জানানো হয়েছে যে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে ২০১৪ এর প্রার্থীদের প্রাপ্ত নম্বরও। সোমবার পর্ষদ সভাপতি গৌতম পাল ঘোষণা করলেন ১৫০ এ প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে পর্ষদের ওয়েবসাইট থেকে।
তিনি বলেছেন “১৫০ নম্বরের পরীক্ষায় প্রার্থী কত নম্বর পেয়েছে আমরা সেটা দিয়ে দেবো। ২০১৭ কেটে উত্তীর্ণদের নম্বর আজই প্রকাশ করে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি ২০১৪ দের ক্ষেত্রে এই সপ্তাহের মধ্যেই নাম্বার জানিয়ে দিতে পারবো। যদি কাজ শেষ করতে পারি, তার আগেই জানিয়ে দিতে পারি।”
নম্বর জানিয়ে দিলেও এখনই শংসাপত্র দেওয়া সম্ভব না এমনই জানিয়েছে সভাপতি। গৌতম বাবু বলেছেন “কয়েকদিন দেরি হলেও পর্ষদ শংসাপত্র দেবে। তবে, তার জন্য নিয়োগ প্রক্রিয়া আটকাবে না।”
এই ঘোষণার পরেই বিকেলে পর্ষদের ওয়েবসাইটে নাম, রোল এবং ক্যাটাগরি সহ প্রকাশ করা হয় ২০১৭ এর চাকরি প্রার্থীদের নম্বর। এও বলা হয়েছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর আদেশ অনুযায়ী ২০১৭ তে যারা ৮২ নম্বর পেয়েছে তাদেরও টেট উত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে। তাদের তালিকা পরে প্রকাশ করা হবে।
২০১৪ এর টেটে অংশগ্রহণ করেছিলো ২০ লক্ষ প্রার্থী আর এর মধ্যে উত্তীর্ণ হয়েছিলো ১ লক্ষ ২৫ হাজার। আর ২০১৭ তে অংশগ্রহণ করেছিলো ১ লক্ষ ৮৯ হাজার ৫১৪ জন এবং উত্তীর্ণ হয়েছিলো ৯ হাজার ৮৯৬ জন। হাইকোর্টের নির্দেশে ৮২ নম্বর প্রাপ্তদের উত্তীর্ণ বলে ঘোষণা করা হচ্ছে তাই সংখ্যাটা আরও বাড়তে চলেছে এমনটাই যানা যাচ্ছে পর্ষদ সুত্রে।
বর্তমানে পর্ষদের এই কর্ম কুশলতা এবং দক্ষতা প্রসংশার যোগ্য বলেই মনে করছে রাজনৈতিক মহল
