টেট পাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, অমিত শাহ, জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : রাজ্যের টেট উত্তীর্নদের মধ্যে সত্যিই নাম আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, দিলীপ ঘোষের এমনটাই জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আছে তিনজন গৌতম পালও। 

গত ১১ নভেম্বর প্রকাশিত টেট উত্তীর্নদের তালিকা পরীক্ষা করে পর্ষদের তরফ থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে মুখ্যমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী , বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সমনামী লোকেরা আছে তালিকায়। 

গৌতম বাবু বলেন “টেট উত্তীর্ণ এই পরীক্ষার্থীদের নাম এবং বাবার নাম মিলিয়ে দেখে আমরা নিশ্চিত হয়েছি” এমন অদ্ভুত ঘটনায় প্রাথমিক ভাবে যে ধন্ধে ছিলো সয়ং পর্ষদ একথা বলাই বাহুল্য। 

গত ১১ নভেম্বর ১ হাজার ৮৩২ পাতার তালিকায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থীর নাম প্রকাশ করা হয়েছিল। উত্তীর্ণদের তালিকায় কাকতালীয় ভাবে চলে আসে মুখ্যমন্ত্রী , কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সহ একাধিক পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের নামের লোক। সেই তালিকায় ছিলো সভাপতির নামধারী তিনজন ব্যক্তি। 

এই নিয়েও রিতিমত জটিলতা তৈরি হয় পর্ষদের অভ্যন্তরে। এই তালিকায় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পাশাপাশি ছিলো অভিষেক বন্দোপাধ্যায়, কুনাল ঘোষ, সুযন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের নামও। যাকে অনেকেই পর্ষদের ভুল বলে মনে করছিলেন কিন্তু এখন এটা স্পষ্ট হয়ে গেছে এটা নিতান্তই একটি কাকতালীয় ঘটনা। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম