আদিবাসীদের ঘরে রাজ্যের মুখ্যমন্ত্রী, কোলে তুলে নিলেন এক আদিবাসী শিশুকে


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রমাণ করেছেন তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান হলেও তিনি কিন্তু আদতে বাংলার ঘরের মেয়ে। সেটাই আবারও একবার প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী, সেখানেই তিনি জনতার ভিড়ে মিশে গেলেন। মঙ্গলবার বিকেলে ঝারগ্রাম এর আদিবাসীদের বাড়িতে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাকে কাছে পেয়ে অভাব অভিযোগ জানালেন তাঁরা। সমস্যার সমাধানের আশ্বাসও দিলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রামে বেলপাহাড়ীতে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার সময় বেলপাহাড়ি ও শিলদায় মোট তিন বার গাড়ি থেকে নামেন তিনি। সোজা ঢুকে যান আদিবাসীদের ঘরে, রাজ্যের প্রকল্পগুলি সুবিধা, আদিবাসী সম্প্রদায়ের মানুষ ঠিকমতো পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে। সেখানে বারান্দায় একটি শিশুকে কোলে নিয়ে বসেছিলেন কয়েকজন। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে সেই শিশুকে নিজের কোলে তুলে নেন। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে।


মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগ তুলে ধরেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। একশ দিনের কাজের টাকা থেকে শুরু করে, একাধিক বিষয়ে অভিযোগ জানান তাঁরা। কেউ আবার বলেন, “ঘর জল কিছুই পায়নি, কবে পাবো?” প্রত্যেকের অভিযোগ শুনে সাধ্যমত সমাধানের আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “২০২৪ সে আগে সমস্ত সমস্যার সমাধান মিটবে।” কিছুক্ষণ সেখানে কাটিয়ে রওনা দেন তিনি।

শুধুমাত্র আজ নয়, এর আগেও বহুবার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়েছেন। পাহাড়ে গিয়ে একবার মুখ্যমন্ত্রী মোমো বানিয়ে ছিলেন। তাছাড়া একবার তিনি চায়ের দোকানে ঢুকে চা-ও বানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হলেও, তিনি সাধারণ মানুষের মতো জীবন কাটাতে ভালোবাসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম