সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: মোদির নোট বন্দি ব্যর্থ, বলছে RBI এর রিপোর্ট।
ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদি যে সমস্ত সিদ্ধান্তগুলি নিয়েছিল তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক সিদ্ধান্ত নোটবন্দি। কিন্তু সেই নোটবন্দি দেশের মানুষের যে একেবারেই কোনো কাজে আসিনি তার প্রমাণ দিল দেশের সর্বোচ্চ ব্যাংক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী নোট বাতিলের পরেও দেশের মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। আরবিআই এর এই তথ্য পেশ করাতেই শুরু হয়েছে নতুন করে জল্পনা।
দেশের সর্বোচ্চ ব্যাংক তার রিপোর্টে জানিয়েছে, গত ২১ শে অক্টোবর দেশের মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ ছিল ৩০.৮৮ লক্ষ কোটি টাকা। অন্যদিকে নোট বন্দির চারদিন আগে দেশের মানুষের হাতে মোট নগদ অর্থের পরিমাণ ছিল ১৭ লক্ষ কোটি টাকার সামান্য কিছু বেশি। আজ নোট বন্দির ছয় বছর অতিবাহিত। কিন্তু রিপোর্টে বলছে, মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আজ ৮ ই নভেম্বর, আজ থেকে ছয় বছর আগে ঠিক ২০১৬ সালে রাত আটটায় আচমকাই নোট বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, দুর্নীতি এবং অসৎ উপায়ে অর্জিত টাকা শেষ করার জন্যই তার এই পদক্ষেপ। তিনি আরও বলেছিলেন, এর মাধ্যমে কালো টাকার বিলুপ্ত হবে। কিন্তু বাস্তবে কি তা হল? নোট বাতিলের ৬ বছর পরে এই প্রশ্নই বারবার মাথাচাড়া দিয়ে উঠছে।
তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি নোট বাতিলকে এক হাস্যকর সিদ্ধান্ত হিসেবে সমালোচনা করেছিল। দেশের নামি গুনি অর্থনীতিবিদরাও মোদির নোট বন্দির সমলোচনা করেছিল। পরিসংখ্যান বলছে, দেশে কালো টাকার পরিমাণ তো কমেইনি বরং দিন দিন বেড়েছে। গরিব শ্রেণীর হাতে টাকা কমেছে অন্যদিকে বড়লোক শ্রেণীর হাতে টাকা দিন দিন বেড়েছে। উল্টে অসংখ্য মানুষ হঠাৎ নোট বাতিলের সিদ্ধান্তের দ্বারা নাজেহাল হয়েছিল। পুরাতন নোট কে নতুন নোটে পরিণত করার জন্য অসংখ্য মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছিল লাইনে দাঁড়িয়ে
দেশের বর্তমান বিভিন্ন পরিসংখ্যান দেখলে বোঝা যায় বাস্তবে নোট বাতিলের সিদ্ধান্ত কোনভাবেই কাজে আসিনি দেশের মানুষের। আজও বিভিন্ন সময় কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, নোট বাতিল এর মাধ্যমে কালো টাকাকে ধ্বংস করার যে কথা নরেন্দ্র মোদী বলেছিলেন বাস্তবে তা হয়নি। অন্তত আর বি আই এর পরিসংখ্যান এমনই কথা বলছে। আর অন্যদিকে, দেশের সর্বোচ্চ ব্যাংক এইরকম একটি রিপোর্ট প্রকাশ করায় বিরোধীরা এক সুরে আক্রমণ করেছে নরেন্দ্র মোদিকে। আর যে দেশে ১৫ কোটি মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখনও পর্যন্ত নেই, সেই দেশে নোট বাতিল করে কালো টাকাকে ধ্বংস করার স্বপ্ন দেখা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

