বাংলায় CAA, NRC নয়, সাফ বার্তা মমতার

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলায় CAA, NRC নয়, সাফ বার্তা মমতার।

বাংলায় হবে না CAA, NRC সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নদীয়ায় গভারমেন্ট কলেজের মাঠে বেশ কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি সরাসরি বলে দেন বাংলায় কোন অর্থেই CAA হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বহিরাগতদের নাগরিকতা দিতে চাইছে। বহিরাগতদের নাগরিকতা দিয়ে বাংলার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। এবং তিনি এও বলেন বাংলার প্রত্যেকটা জনগণ নাগরিক। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, আপনারা যদি দেশের নাগরিক না হন, তাহলে নরেন্দ্র মোদি আপনাদের ভোটে জিতে প্রধানমন্ত্রী হল কি করে? তিনি নিজের উদাহরণও দেন। তিনি বলেন, আপনারা নাগরিক বলেই আপনাদের ভোটে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়াদের উদ্দেশ্যে সরাসরি বলেন, “আপনারা এই বাংলার নাগরিক, আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আপনারা সব সময় এখানে নাগরিক থাকবেন। আপনাদের বিরুদ্ধে আমি কিছু করতেই দেবো না। আমি আমার প্রাণ দিয়ে আপনাদের নাগরিকতার রক্ষা করব”।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট আসলেই বিজেপি বারবার ধর্মীয় রাজনীতি শুরু করে। বাংলা ভাগের চক্রান্ত বারবার করে এসেছে বিজেপি, আজকে এমনই অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, গুজরাটে সিটিজেন আমেন্ডমেন্ট অ্যাক্ট চালু করেছে বিজেপির সরকার। যা নিয়ে শুরু হয়েছে ঘোরতর রাজনৈতিক তরজা। এ রাজ্যেও এই নিয়ে রাজনৈতিক পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। তৃণমূল কংগ্রেস বারবার CAA এবং এনআরসির বিরোধিতা করে এসেছে। আবারও মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করলো যে তিনি যতদিন বাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন ততদিন এই রাজ্যের কোন নাগরিক নাগরিকতা হারাবেন না।

উল্লেখ্য, রাজ্য বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব খুব শিগগিরই উত্থাপন করা হবে বলে জানিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে CAA এবং NRC বিরোধিতায়  যা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম