যাদবপুরে হেনস্থার স্বীকার দৃষ্টিহীন পড়ুয়া, তদন্তে অ্যান্টি রেগিং স্কোয়াড


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : এক দৃষ্টিহীন ছাত্রকে রেগিং এর অভিযোগ উঠলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীর বিরুদ্ধে। সোমবার রাতেই উপাচার্যের কাছে অভিযোগ জানিয়েছিল ওই পড়ুয়া। 

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। অভিযুক্ত যেহেতু পাস আউট তাই তাকে অবিলম্বে হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে। 

অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ হেনস্থা করবার সময় মদ্যপ ছিলো। এবং এও জানা যাচ্ছে সেখানে দ্বিতীয় আরেকজন ছাত্র উপস্থিত থাকার পরেও সে কোনোরকম প্রতিবাদ করেনি। 

পুরো ঘটনাক্রমের উপর শুরু হয়েছে তদন্ত। জানা যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বুদ্ধদেব আংশিক দৃষ্টিহীন। সে সন্ধ্যা ছয়টা নাগাদ পরীক্ষার অনুলিখন খুঁজতে নিউ ব্লক হোস্টেলে গিয়েছিলো। 

জিসি ব্লকের বাসিন্দা বুদ্ধদেবের অভিযোগ সে যখন বন্ধুর সঙ্গে কথা বলছিলো তখন হঠাৎ , ম্যাকানিক্যাল ইন্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের উত্তীর্ণ ছাত্র জয়দীপ মালি মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে এবং হেনস্থা করে বুদ্ধদেবেকে। 

অভিযোগ মদ্যপ জয়দীপের কথা কাটাকাটি হয় বুদ্ধদেবের পরে তার উপর চড়াও হয় সে। কলার টানতে টানতে সিড়ি দিয়ে নামানো হয় তাকে এছাড়াও গায়ে হাত তোলা হয়। সামনে উপস্থিত সকলে দেখলেও সকলেই সমর্থন করছিল বিষয়টা। 

ঝামেলার খবর পেয়ে ছুটে আসে ডিন অফ স্টুডেন্টস আসেন হোস্টেল সুপারও। তখনকার মতো পরিস্থিতি শান্ত হলেও পরে আবার দলবদল নিয়ে জয়দীপ গিয়ে হুমকি দেয় বুদ্ধদেবকে আর এরপরেই ইমেলে পুরো বিষয়টি সে জানায় উপাচার্যকে। 

এই নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয়েছে কলেজের অ্যান্টি রেগিং কমিটির। যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে এমনই আশ্বাস দেওয়া হয়েছে। 

ডিন অব স্টুডেন্টস রজত রায় বলেন " অভিযোগ এসেছে , তদন্ত হবে। ইউজিসির অ্যান্টি রেগিং গাইডলাইন মেনে যা যা পদক্ষেপ নেওয়ার সবই নেওয়া হচ্ছে। অ্যান্টি রেগিং স্কোয়াডের বৈঠক ডাকা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম