সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ফের বিজেপির বিরুদ্ধে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নদীয়ার একটি সভা থেকে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে আরও একবার সরব হলেন মমতা। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াইয়ের ডাক দিলেন মমতা।
গত জুলাই মাস থেকে দুর্নীতি ইস্যুতে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রী কে গ্রেফতার করেছে সিবিআই এবং ইডি। তাছাড়া শাসকদলের বহু নেতা মন্ত্রী কে জেরা করেছে ইডি, সিবিআই। বুধবার কৃষ্ণনগরের একটি মঞ্চ থেকে দাঁড়িয়ে সেই ইস্যুতে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কড়া সমালোচনা করে তিনি বলেন, “বিজেপি এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন কেন? কেন দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে? রাজনৈতিকভাবে লড়াই করো। আমি রাজনৈতিকভাবে লড়তে প্রস্তুত। গায়ের জোরে যারা নির্বাচন করে তারা ঠিক করে না। গায়ের জোরে নয়। চৈতন্যদেবের ধাম। মানুষকে ভালবাসতে হবে। ভালোবেসে জয় করতে হবে।”
তৃণমূলের কিছু দলীয় নেতাকর্মী ভুল-ত্রুটি করছে, এটি মেনে নিয়েছেন মমতা। তিনি দলীয় নেতাকর্মীদের সাবধান করে বলেছেন, “একটা দুটো লোক ভুল করতে পারে। তার জন্য সবাই খারাপ হয়ে যায়? আমি চাই যারা ভুল ত্রুটি করবে তারা শুধরে নেবে। তৃণমূল কর্মীরা মাথা উঁচু করে চলবে। কোনও লোক যেন তাদের গ্রাস করতে না পারে। অর্থই অনর্থের কারণ। লোভ করে পাওয়া অর্থ যার কাছে রাখছেন, সে মেরে দিচ্ছে। লোভ করে অর্থ করে সমাজে বদনাম হচ্ছে।”
এদিন কৃষ্ণনগরের সভা থেকে বিজেপির তীব্র সমালোচনা করেন মমতা। তিনি বলেন, “তুমি নিজের নির্বাচনে কোটি টাকা তুলছো। আমি জানতে চাই ব্যাপম কেলেঙ্কারিতে কতজন গ্রেফতার হয়েছে? ইচ্ছা করে পঞ্চায়েত নির্বাচনে যাতে কেউ কাজ করতে না পারে তাই আধিকারিকদের ভয় দেখাচ্ছে। সহকর্মীদের ডেকে পাঠাচ্ছে। আপনার বাড়িতে ইডি, সিবিআই গেলে মানসম্মান নষ্ট হবে না? এরা তৃণমূলের মান সম্মান নষ্ট করতে চাইছে। আমরা চাই এটা রুখতে। কজনকে দেখি ওরা জেলে ভরতে পারে।” তবে এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের একাধিক নেতাকর্মীরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডি, সিবিআই এর মতো কেন্দ্র এজেন্সি গুলোর ব্যবহারের তীব্র সমালোচনা, বিজেপি বিরোধীতায় আরও বেশ কিছুটা শান দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

