সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩ বছরের ছেলে আয়াংশকে নিয়ে মিথ্যাচার করেছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুর বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দয়া করলেও শিল্পী রায় নামে এক মহিলা। পাশাপাশি রাজ্যে বিরোধী দলনেতাকে শোকজ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শিশু সুরক্ষা কমিশন। আগামীকালই তাঁর কাছে নোটিশ পৌঁছাবে বলেই জানান উপদেষ্টা অনন্যা চক্রবর্তী।
কলকাতা ফুটবলে দারুন সাফল্য পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপের ম্যাচে জয়ের ফলে প্রিমিয়ার ডিভিশনে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। এই সাফল্য উদযাপনে আলিপুরের পাঁচতারা হোটেলে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানকে ঘিরে বর্তমানে রাজনীতির তুঙ্গে উঠেছে।
প্রসঙ্গত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই ফুটবল ক্লাবের অনুষ্ঠানকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ছেলের জন্মদিনের পার্টি’ দাবি করে ‘বিভ্রান্তিকর’ টুইট করেছেন। শুভেন্দু দাবি করেন, ওই পাঁচ তারা হোটেলে নিজের ছেলের জন্মদিনের পার্টি দিয়েছেন অভিষেক। তাই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হোটেলটিকে।
তবে সেই দাবি যে সম্পূর্ণ ভিত্তিহীন, তা অভিষেকের ফেসবুক পোস্টে চোখ রাখলেই স্পষ্ট বোঝা যায়। অনুষ্ঠান শেষে ব্রাজিলের তারকা ফুটবলার পেলের উদ্ধৃতি উল্লেখ করে প্রত্যেক খেলোয়াড়কে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিষেক। তার পাশাপাশি অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। ওই পাঁচতারা হোটেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি, সেই ছবিগুলি প্রমাণ করে।
শেষ পর্যন্ত শুভেন্দুর এই অপপ্রচার নিয়ে জল গড়াল থানা অবধি। শিল্পী রায় নামে এক মহিলা বেলেঘাটা থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। শিশু অধিকার সুরক্ষা কমিশনেও রিপোর্ট জমা পড়ে। আগামীকাল তাঁকে শোকজ নোটিশ পাঠানো হবে। উপদেষ্টা অনন্যা চক্রবর্তী জানান, “কোন শিশুকে নিয়ে মিথ্যাচার অনুচিত। সেই কারণে শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে তাকে শোকজ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
