“আমি হলে এইখানে গুলি করতাম”, অভিষেকের মন্তব্যের বিরুদ্ধে সুকান্তের করা মামলা খারিজ করল আদালত


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : নবান্ন অভিযানের সময় পুলিশকে মারধরের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের পরে, অভিষেকের বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মামলা করেছিল। পুলিশ অভিযোগ নিচ্ছে না, সেই অভিযোগও করেছিল সুকান্ত। এবার সেই মামলা খারিজ করে দিল ব্যাঙ্কশাল আদালত।

প্রসঙ্গত, গত ১৩ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের সাথে পুলিশের ধুন্ধুমার হয়েছিল। এক পুলিশ কর্মীকে একা পেয়ে তার ওপর হামলা চালিয়েছিল বিজেপির কর্মী সমর্থকরা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সেই পুলিশকর্মীকে। তাঁকে হাসপাতালে দেখতে গিয়ে অভিষেক বলেছিলেন, “পুলিশ অনেক সংযম দেখিয়েছে, আমি হলে এইখানে(কপালে আঙুল দিয়ে দেখিয়ে) গুলি করতাম।”

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদদের মন্তব্যের পরে বিতর্ক শুরু হয়েছিল। বিষয়টি নিয়ে জোড়াসাঁকো থানায় অভিযোগ জানাতে চাই বিজেপি। কিন্তু অভিষেকের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেনি বলে দাবি করেছে বিজেপি।

এরপরেই অভিষেকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে বিজেপি। আদালতের কাছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আবেদন ছিল, “বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন অভিষেক। অথচ অভিযোগ জানাতে গেলে থানা তা দায়ের করছে না। আদালত অভিষেকের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিক।”

বুধবার সুকান্ত মজুমদারের এই মামলা খারিজ করে দেয় ব্যাঙ্কশাল আদালত। উল্লেখযোগ্য, অক্টোবর মাসে অভিষেককে এই মামলায় ক্লিনচিট দেয় কলকাতা পুলিশ। পুলিশ আদালতে রিপোর্ট দিয়ে জানায়, অভিষেকের এই মন্তব্যের পর রাজ্যে আইনশৃঙ্খলা জনিত কোন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম