সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : আবার নতুন মোড় নিলো এসএসসি মামলা। মঙ্গলবার এক আবেদনকারীর মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিলো কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।
হাইকোর্টের এই রায়ে আটকে গেলো ৭৫০ জন শিক্ষকের চাকরি। কিসের ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছিল তা জানতে চেয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ততদিন পর্যন্ত কোনো চাকরি প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া যাবে না বলেই জানিয়েছে আদালত।
২০১৬ সালে বিজ্ঞপ্তি জারি হয়েছিল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার। ২০১৭ সালে সংগঠিত হয় লিখিত পরীক্ষা এবং ২০১৮ সালে হয় ইন্টারভিউ।
এই বছরই অক্টোবর নাগাদ কর্মশিক্ষক এবং শারীরিশিক্ষক এর অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। কিন্তু আদালতের রায়তে ভেস্তে গেলো সেই নিয়োগ প্রক্রিয়া এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
সোমা রায় নামে এক জনৈক চাকরিপ্রার্থী এই বিজ্ঞপ্তি সামনে আসার পর কিছু অভিযোগের ভিত্তিতে আদালতের দারস্থ হন তারই শুনানিতে এসেছে এই রায়।
মঙ্গলবার আদালতে বিচারপতি বিশ্বজিৎ বাবু দিলেন স্থগিতাদে এই নিয়োগ প্রক্রিয়ায়। যার জেরে আবার জট তৈরি হলো ৭০০ জন চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নিয়ে। যা নিয়ে ক্রমশঃ দানা বাধছে বিতর্ক।

