যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ততদিন বাংলা দিল্লীর কাছে মাথা নত করবে না, হুঙ্কার অভিষেকের


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদি সরকারের তীব্র সমালোচনা করলেন। মোদীজি নিজের জন্য কোটি কোটি টাকা খরচা করতে পারে, কিন্তু বাংলা মানুষের জন্য বাংলার প্রাপ্য টাকা দিতে পারে না। তাছাড়া বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বলেছেন, বাংলা দিল্লির কাছে আত্মসমর্পণ করবে না, হাত পাতবে না, আমরা কেন্দ্রের দয়ায় বেঁচে নেই। 

প্রসঙ্গত গতকাল এক সাংবাদিক প্রশ্ন করেন, “শুভেন্দু অধিকারী বলেছে বাংলায় সিবিআই তদন্ত করেই বাংলার প্রাপ্য টাকা দেওয়া হবে। নচেৎ নয়।” সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রের টাকা লাগবে না। কেন্দ্র কখন টাকা দেবে তার জন্য বাংলার মানুষ বসে নেই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলা মানুষের আত্মসম্মান। আমরা কেন্দ্রের দয়ায় বেঁচে নেই।”

অভিষেক আরও বলেন, “মোদী আট হাজার কোটি টাকা দিয়ে প্রাইভেট জেটপ্লেন কিনতে পারে। পাঁচ হাজার কোটি টাকা সিকিউরিটিতে খরচা করতে পারে। কুড়ি হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্টা(নতুন সংসদ ভবন) হতে পারে। আর বাংলার মানুষের ১০০ দিনের কাজের টাকা নেই। বাড়ির টাকা নেই।” ঠিক এভাবেই কেন্দ্রকে আক্রমণ করেন অভিষেক।

প্রধানমন্ত্রী আবাস যোজনা কে বাংলা আবাস যোজনা করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সে নিয়েও মুখ খুলেছে অভিষেক। তিনি বলেছেন, “মোদীজি বাড়ির টাকা দিচ্ছেনা। কেন দিচ্ছে না? প্রকল্পটি বাংলার নামে নামাঙ্কিত করেছে বলে। এত ইগো। মুখ্যমন্ত্রী তো নিজের নামে করেনি। বাংলার নামে করেছে, বাংলা তো গর্ব।” তাছাড়া প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা কে বাংলা গ্রামীণ সড়ক যোজনা করা নিয়ে তিনি বলেছেন, “বাংলা গ্রামীণ সড়ক যোজনা করা হয়েছে। সেজন্য বলেছে টাকা দেব না, বাংলার নামে হবে না।”

অভিষেক কেন্দ্র সরকারের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে আরও বলেছেন, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকলে বাংলার নামেই হবে। ওদের টাকা আমাদের লাগবে না।” তাছাড়া অভিষেক আশ্বস্ত করে বলেছেন, “যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ততদিন দিল্লির কাছে আত্মসমর্পণ করব না, হাত পাতবো না। বাংলা রাস্তা বার করে নেবে। একটা মানুষও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যাতে উন্নয়নমূলক পরিষেবা থেকে বঞ্চিত না হয়, বাধাপ্রাপ্ত না হয়, সেটা আমরা সুনিশ্চিত করব।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম