দিলীপ ঘোষ কেন গ্রেফতার হবে না?, অভিজিৎ গাঙ্গুলীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন অভিষেক ব্যানার্জীর


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : “পার্থ চ্যাটার্জি বাড়ি থেকে অর্পিতা মুখার্জির বাড়ির দলিল পাওয়া গেলে, যদি অর্পিতা মুখার্জি গ্রেপ্তার হয়। তাহলে প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গেলে, দিলীপ ঘোষ গ্রেপ্তার হবে না কেন?” ঠিক এভাবেই আক্রমনাত্মক সুরে সাংবাদিকদের করা প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়া তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে দিলীপ ঘোষ কে গ্রেফতার করে জেরা করার আর্জি জানিয়েছেন।

গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে সিবিআই-ইডি কোনরকম পদক্ষেপ করে না, এমন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় উদাহরণস্বরূপ দিলীপ ঘোষের নাম টেনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পার্থ চ্যাটার্জি বাড়ি থেকে অর্পিতা মুখার্জির বাড়ির দলিল পাওয়া গেলে, যদি অর্পিতা মুখার্জি গ্রেপ্তার হয়। তাহলে প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গেলে, দিলীপ ঘোষ গ্রেপ্তার হবে না কেন?”


এখানেই থেমে থাকেননি অভিষেক। তিনি আরও বলেছেন, তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি বাড়িতে ইডি-র রেড করার সময় অর্পিতা মুখার্জির সম্পত্তির দলিল, জয়েন্ট পলিসি পাওয়া গেছে। সেই কারণে অর্পিতা মুখার্জির বাড়িতে ইডি রেড করতে গেছে। প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের বাড়ি দলিল পাওয়া গেছে, তাহলে দিলীপ ঘোষের বাড়িতে রেড হবে না কেন? সাতদিন টাইম দিয়ে দিল দিলীপ ঘোষ কে। হতে পারত ওখানে(দিলীপ ঘোষের বাড়িতে) অনেক অনেক টাকা থাকত, অনেক তথ্য থাকত, অনেক প্রমাণ থাকত।”

তিনি বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে দিলীপ ঘোষকে গ্রেফতার করার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। যে আপনি কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিলেন, সবাই যাতে শাস্তি পায় আমি তা সুনিশ্চিত করব। তাহলে আপনি সুনিশ্চিত করুন। কোর্টের নিয়ন্ত্রণাধীনে তদন্ত।”

অভিষেক আরও বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে, “পার্থ চ্যাটার্জি বাড়ির থেকে অর্পিতা মুখার্জির বাড়ির দলিল পাওয়া গেলে, যদি অর্পিতা মুখার্জি গ্রেফতার হয়। তাহলে প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গেলে দিলীপ ঘোষকে গ্রেপ্তার করা হবে না কেন? আমি মহামান্য আদালতের কাছে এই প্রশ্ন রাখছি, বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম