সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির র্যালিতে ভাড়া করার সমর্থক! এমনকি সেই সব সমর্থকদের ঠকানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
বেঙ্গালুরুর স্থানীয় বিজেপি নেতা কথা দিয়েছিলেন, সবাই উপস্থিত থাকলে জনপ্রতি মিলবে ৫০০ টাকা। যদিও সভায় উপস্থিত দর্শকদের অর্ধেক অর্থাৎ আড়াইশো টাকা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে কিছু মানুষ। যদিও পুলিশ দাবি করেছে স্থানীয় বিজেপি নেতা ও সমর্থকরা, তাদের ঝামেলা মিটিয়ে নিয়েছে।
প্রসঙ্গত, গত ১১ই নভেম্বর বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। ঐদিন ক্যাম্পেগৌরা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এর উদ্বোধন করেন মোদি। তাছাড়া ক্যাম্পে গৌর আর ১০৮ ফুটের মূর্তি উন্মোচন করেন মোদি।
অভিযোগকারীরা জানিয়েছেন, বিজেপি নেতাদের কথাতেই তারা ঐদিন সভায় আসেন ভিড় বাড়াতে। বিজেপি নেতারা কথা দিয়েছিলেন, সভায় আসলে প্রত্যেককে ৫০০ টাকা করে দেওয়া হবে। অথচ বিজেপি নেতারা কথা রাখেনি, সভা শেষে তাদেরকে আড়াইশো টাকা করে দিয়েছে। এরপর তাঁরা কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলায় শিদলাঘাটায় বিক্ষোভ দেখান।
স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, ওইসব প্রতারিতরা। যদিও শিয়ালদহ ঘাটার পুলিশ জানিয়েছে নেতাদের সঙ্গে ওই প্রতারিতদের আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। ওই প্রতিবাদের ভিডিও সোশ্যাল ভাইরাল হয়।
ঘটনায় বিরাট অস্বস্তিতে পড়েছে, কর্নাটকের বিজেপি সরকার। যেখানে রাজ্যে বিজেপি সরকার আছে সেখানেই বিজেপির প্রধান নেতা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক আনতে টাকা দেওয়া হচ্ছে। স্বভাবতই মুখ পুড়েছে গেরুয়া বাহিনীর। বিরোধীরা কটাক্ষ করা শুরু করেছে। তবে কর্নাটকের বিরোধী দলগুলোর কটাক্ষ করে বলেছেন, বিশ্বে জনপ্রিয় নেতা মোদীর সভায় ভাড়াটে সমর্থক লাগে!
