১০০ দিনের কাজের পাওনা টাকা নিয়ে এবার সুর চড়ালো মুখ্যমন্ত্রী, কেন্দ্র রাজ্য তরজা তুঙ্গে


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ১০০ দিনের টাকা না পাওয়া নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর গরম করলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠকে বলেন , যদি ওরা টাকা একেবারেই না দেয় আমি জানি কি করতে হবে। 

এদিন সাংবাদিকদের সামনে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। মন্ত্রী এবং সাংসদদের তো আমি পরে পাঠিয়েছি। ১০০ দিনের কাজের টাকা দেওয়াটা হচ্ছে নিয়োম। তাতেও তারা দেয়নি। আমরা ইতিমধ্যে ২৮ লক্ষ লোককে কাজ দিয়েছি। এখন সেটা বোধহয় ৩০ লক্ষ হয়ে গিয়েছে। যদি ওরা টাকা একেবারেই না দেয়, আমি জানি কি করতে হবে। আমরা আমাদের মতো করবো। জিএসটি কর ওরা তুলে নিয়ে যাচ্ছে। করের থেকে যে টাকা দেওয়ার কথা সেটাও দিচ্ছে না।”

মুখ্যমন্ত্রী এরপরে আরও বলেন “বাংলা সড়ক যোজনার টাকাও দেওয়া হচ্ছে না। ১০০ দিনের কাজের টাকাও দিচ্ছে না। সারও দিচ্ছে না। অথচ ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে। মানুষকে অত্যাচার করছে। বারবার বলছে একটা গোষ্ঠীর নাম ভোটার লিস্টে তোলা হবে না। এসব কি করছে , দেশটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ নাকি নির্দিষ্ট একটা দলের দেশ ? এরম তো গণতন্ত্র ছিল না আমাদের।”

বহু দিন ধরেই একশো দিনের কাজের টাকা নিয়ে নরমে গরমে তরজা চলছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। এবার কেন্দ্রের বঞ্চনাতে এই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে বলেই মত রাজনৈতিক মহলের। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম