সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : কিছুদিন পরে গুজরাটে বিধানসভা ভোট। সেই ভোটের মুখে বড় ধাক্কা খেলে বিজেপি। এবার বিজেপি ত্যাগ করা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা চারবারের বিধায়ক জয় নারায়ন ভ্যাস আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন কংগ্রেসে। কংগ্রেসের যোগ দিয়েছেন তাঁর ছেলেও। ফলপ্রসু অক্সিজেন পেল হাত শিবির। আহমেদাবাদে কংগ্রেস দপ্তরে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাত ধরে কংগ্রেসে যোগদান করেন ভ্যাস। যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের গুজরাটে পর্যবেক্ষক তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
প্রসঙ্গত, বিভিন্ন সমীক্ষক সংস্থা গুজরাটে বিজেপি ষষ্ঠবার ক্ষমতায় ফিরবে এমন ভবিষ্যৎবাণী করলেও, গেরুয়া শিবির গোষ্ঠীদ্বন্দ্বে নাজেহাল হয়ে উঠেছে। বেশ কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিন বাঘেলারের ছেলে। তিনি কংগ্রেসের যোগদান করেছেন কংগ্রেস সভাপতি খারগের হাত ধরে। যোগদান করে তিনি দাবি করেছেন, গুজরাটে এবার পরিবর্তন আসছে। সেটা বিজেপিও খুব ভালো করে বুঝতে পেরেছে। সেকারণেই গুজরাটে গত পাঁচ বছরে তিনবার মুখ্যমন্ত্রী বদল করেছে তাঁরা।
জয় নারায়ণ ভ্যাস বিজেপির টিকিটে গুজরাটে মোট সাতবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি চারবারের বিধায়ক হয়েছেন। ২০১৭ সালে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। বিজেপি এবার পছন্দের সিদ্ধাপুর আসন থেকে ভ্যাস কে দাঁড় করাতে রাজি হয়নি। মূলত সেই কারণেই তিনি দলত্যাগ করেছেন এ মাসের গোড়ার দিকে। বিজেপি ছাড়ার পর কংগ্রেস এবং আম আদমি পার্টি দুইদলেরই প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে শেষমেষ কংগ্রেসকেই বেছে নিলেন ভ্যাস।
গুজরাটে টানা ২৭ বছর ক্ষমতায় আছে বিজেপি ফলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল হয়ে উঠেছে। তার ওপর মোরবিতে ব্রিজ দুর্ঘটনা ‘গোদের ওপর বিষফোঁড়া’ মত হয়ে উঠেছে গেরুয়া শিবিরের জন্য। সাথে রয়েছে বিজেপির প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব। ফলতঃ বেশ চাপে রয়েছে বিজেপি। তাই বারবার বিজেপির তাবড় তাবড় নেতারা গুজরাট ছুটে যাচ্ছে। কিন্তু আদৌও তা কতটা ফলপ্রসু হবে তা সময় বলবে।
