পাশকুড়ার সমবায়ে সবুজ ঝড়, ১২ টার মধ্যে ৭ টায় ফুটলো জোড়া ফুল


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : পাশকুড়ায় একটি সমবায় ভোটে আবার উঠলো সবুজ ঝড়। বিরোধীদের নাস্তানাবুদ করে সমবায় দখল নিলো শাসক শিবির। দ্বিতীয় স্থানে উঠে এলো বামেরা। 

রবিবার পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার অন্তর্গত মঙ্গলধারী ইউনাইটেড সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। সকাল থেকে নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ছিলো। ২ টো অবধি চলে নির্বাচন প্রক্রিয়া। বিকেলে শুরু হয় গণণা। ভোট বাক্স খুলতেই ১২ টার মধ্যে ৭ টি আসনেই জয়ী হয় তৃনমূল। ৪ টি যায় লাল শিবিরের দখলে। ১ টি আসনেই সন্তুষ্ট থাকতে হয় পদ্ম বাহিনীকে। 

ফলাফল ঘোষণার পর ৭ টি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বোর্ড গঠন করে তৃনমূল। যাতে স্বভাবতই খুশির মহল জোড়া ফুল শিবিরে। 

যদিও তৃনমূলের অভিযোগ এই নির্বাচনে বিজেপি সিপিআইএম আঁতাত দেখা গেছে। ওরা নিজেরাই আসন ভাগাভাগি করেছে কারণ যেখানে ভোট হয়েছে সেটা সিপিআইএম এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহির এমনই বক্তব্য তৃনমূলের। 

তবে সিপিআইএম এর বক্তব্য বিধানসভা ভোটের পর থেকেই মানুষের তাদের উপর পুনরায় বিশ্বাস জন্মাচ্ছে। বিজেপির সঙ্গে জোট প্রসঙ্গে এক সিপিআইএম নেতা বলে , “বিজেপির সঙ্গে সিপিআইএমের জোট হতে পারে না। যাঁরা করবে দল সিদ্ধান্ত নিয়েছে তাদের বহিস্কার করা হবে।”

ভোট প্রক্রিয়া সম্বন্ধে যদিও কোনো অভিযোগ নেই বিরোধীদের। বিজেপি বলেছে “শান্তিপূর্ণ ভোট হয়েছে। মানুষ আবার ভোট দেওয়ার মাধ্যমে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম