মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশনে আর থাকলো না কোন আইনি জট? আপাতত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ পেয়ে এমনটাই মনে করা হচ্ছে। প্রসঙ্গত দুয়ারে রেশন প্রকল্পের আইনি বৈধতা সম্পর্কে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল দুয়ারে রেশন প্রকল্প বেআইনি। কিন্তু সুপ্রিমকোর্ট কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে কার্যত স্থগিতাদেশ দিয়ে দিল।
প্রসঙ্গতগত বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দুয়ারে রেশন প্রকল্প কোনোভাবেই বন্ধ করা যাবে না। সাধারণ মানুষের স্বার্থেই এই প্রকল্প। পশ্চিমবঙ্গের সরকার কোনভাবেই কোন গায়ের যোয়ারির কাছে মাথা নত করবে না।
আপাতত সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশে দুয়ারের রেশন প্রকল্প যেমন চলছে তেমনি চলবে। কলকাতা হাইকোর্ট এই প্রকল্পকে বেআইনি ঘোষণা করলেও সর্বোচ্চ আদালত তা কোন মতে মানতে নারাজ। কলকাতা হাইকোর্টের নির্দেশকে তাই স্থগিতাদেশ দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে বর্তমানে রাজ্যের বহু জনগণ উপকৃত হচ্ছে। যে সমস্ত অঞ্চলে রেশন অফিস অত্যন্ত দূরে সেই সমস্ত অঞ্চলের জনগণরা যথেষ্ট পরিমাণে সুবিধা পাচ্ছে। সাধারণ মানুষ এই প্রকল্পের প্রতি যথেষ্ট উৎসাহ পর্যন্ত দেখিয়েছে। আর এই প্রকল্পের ওপর হাইকোর্টের এই নির্দেশ কোনভাবেই সমর্থনযোগ্য ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল। তাই সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। আর সুপ্রিম কোর্টে যেতেই স্বস্তি রাজ্যের।
