মুখ পড়ল সুকান্ত মজুমদারের! মেয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের জবাব দিল তৃণমূল সাংসদ


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : NEET পাশ করেননি, অথচ MBBS পড়ছেন তৃণমূল সাংসদের কন্যা! ঠিক এমনই বিষ্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেনের মেয়ের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মেয়ের কয়েকটি শংসাপত্র ট্যুইট করে পাল্টা দিলেন তৃণমূল সাংসদ। শান্তনু সেন হুঁশিয়ারি দিলেন, আইনি পদক্ষেপের।

রাজনৈতিক নেতাদের মধ্যে ট্যুইট যুদ্ধ বর্তমান রাজনীতিতে নতুন কিছু নয়। আক্রমণ-পাল্টা আক্রমণ চলতেই থাকে। রবিবার তৃণমূল সাংসদ শান্তনু সেনের মেয়ের পড়াশোনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে একটি ট্যুইট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি দাবি করেন, শান্তনু কন্যা সৌমিলি NEET অর্থাৎ সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় পাস করেননি। তা সত্ত্বেও MBBS অর্থাৎ ডাক্তারি পড়ছেন। 

শুধু তাই নয় ভর্তির ফর্মে তথ্য গোপনের অভিযোগও করেছেন তিনি। সুকান্ত ট্যুইটে দাবি করেন, বাবা আয় গোপন করেছেন সৌমিলি। এরপরে তার প্রশ্ন কিভাবে NEET পরীক্ষায় পাস না করেই ডাক্তারি পড়ছেন সৌমিলি?

সুকান্তর এই টুইটার পরেই, কিছুক্ষণের মধ্যে মেয়ে তিনটে শংসাপত্র ট্যুইট করেন শান্তনু সেন। তিনি লিখেন, “রাজনীতির মধ্যে পরিবার ও সন্তানদের টেনে আনার আদর্শ উদাহরণ। ও বরাবরই খুব মেধাবী। NEET পাশ না করলে কেউ MBBS এ ভর্তি হতে পারেনা।” সেই টুইটেই আইনি পদক্ষেপ নেবার হুঁশিয়ার দেন শান্তনু সেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম