মোদিকে স্বামী বিবেকানন্দের সাথে তুলনা রাহুল সিনহার, তীব্র কটাক্ষ তৃণমূল সহ বিশিষ্টদের

রাহুল সিনহা | নরেন্দ্র মোদি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বামী বিবেকানন্দের সাথে তুলনা করা হলো কেন? পড়ুন বিস্তারিত। 

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: মোদিকে স্বামী বিবেকানন্দের সাথে তুলনা রাহুল সিনহার, তীব্র কটাক্ষ তৃণমূল সহ বিশিষ্টদের।

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বয়ং স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। যা নিয়ে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তরজা। তার বক্তব্য, “স্বামী বিবেকানন্দ পুনর্জন্ম নিয়ে নরেন্দ্র মোদী রূপে ফিরে এসেছেন”। আর এই বক্তব্যের পরেই তার বিরোধিতা করেছে বিরোধী সহ অন্যান্য বিশিষ্টরা। স্বামী বিবেকানন্দের মতো একজন মহৎ জাতীয়তাবাদী ব্যক্তিকে কি কখনোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক করা যায়? প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে। 

এদিন রবিবার বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য যা কাজ করেছে, তা দেখে বোঝাই যায় বিবেকানন্দ পুনরায় ফিরে এসেছেন মোদিজীর রূপে”। তার এই মন্তব্যের যেড়ে শুরু হয়েছে চারিদিকে সমালোচনার ঝড়। তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের অন্যান্য বিরোধী দল গুলোও রাহুল সিনহা কে আক্রমণ করতে ছাড়েনি। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জানিয়েছেন, “রাহুল সিনাকে এক্ষুনি মানসিক রোগী হিসেবে ঘোষণা করা হোক। বারবার যিনি বিভিন্ন কেন্দ্রে ঘুরে পরাজিত হন। উনি তো প্রায় ১০ বার হেরে গেছেন তাই মাথা খারাপ হয়ে গেছে ওনার। এরাই নাকি বিজেপির মুখ! শুভেন্দু অধিকারীর চাহনি এমনিই ভালো নয় তার মধ্যে যদি এরা জোটে। এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। বিজেপিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে”।

বিশিষ্ট রাও রাহুল সিনাহ কে আক্রমণ করতে ছাড়েনি। আর বিবেকানন্দের মতো একজন মহান জাতীয়তাবাদী ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য কি আদৌ সমর্থনযোগ্য? যে বিবেকানন্দ শিকাগোতে সারা ভারতবর্ষকে তুলে ধরেছিল আমেরিকার মাটিতে সেই বিবেকানন্দের সমতুল্য আজকের প্রধানমন্ত্রী? এতে কি তার অপমান হয়নি? প্রসঙ্গত বিজেপি বারবারই মনীষীদের অপমান করেছে। এর আগেও দয়ার সাগর বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি। কিন্তু বারবার রাজনৈতিক দল হিসেবে বিজেপির এহেন মন্তব্যে জনগণ কতটা খুশি হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম