সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর বাবা অমিত বন্দোপাধ্যায় এর করা মানহানির মামলার রাজ্যের বিরোধী দলনেতাকে সমন পাঠালো আলিপুর আদালত।
কাঁথিতে শুভেন্দু বাবুর বাসভবন শান্তিকুঞ্জে সেই সমন পৌঁছে গেছে বলেই জানা যাচ্ছে কাঁথি থানা সুত্রে। জানা যাচ্ছে সেই সমন গ্রহণ করা হয়েছে শান্তিকুঞ্জ থেকে।
অভিযোগ একটি জনসভা থেকে নাম না করে ““দূর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক” বলে অমিত বাবুকে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। এই বক্তব্যের পরেই তিনি ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনজীবী মারফত নোটিশ পাঠিয়েছিলেন শুভেন্দুর বাসভবনে। কিন্তু কোনো উত্তর না আসায় তার বিরুদ্ধে মানহানির মামলা করে তৃনমূল সাংসদের বাবা।
এই মামলার ভিত্তিতেই ১ ডিসেম্বর সকাল ১০ টায় তাকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে হয়েছে। বিরোধী দলনেতাকে হাজিরা দিতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে।
উল্লেখ্য বিগত কয়েকদিন ধরে অধিকারীদের সঙ্গে সৌজন্যের বাতাবরণ তৈরি হয়েছে তৃনমূলের। শুভেন্দুর ভাই চায়ের আমন্ত্রণ জানিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়কে।
প্রসঙ্গত আগামী ৩ ডিসেম্বর অভিষেক বন্দোপাধ্যায় এর জনসভা আছে । কাঁথির সভাস্থল থেকে শান্তিকুঞ্জ মাত্র ২০০ মিটার দূরে। আর সেই পরিপ্রেক্ষিতেই দিব্যেন্দু অধিকারী করেছেন এই ‘চায়ে পে চর্চার’ এর আহ্বান।
তার আগে গত শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে সৌজন্য বিনিময়ের সাক্ষী থেকেছিল গোটা রাজ্য। বিধানসভায় শুভেন্দুর বক্তৃতার সময় কটাক্ষ করা তৃনমূল বিধায়কদের ধমক দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। বক্তব্যের শেষে মার্শাল পাঠিয়ে তাকে নিজের দিকে ডেকে নেয় মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সৌজন্যমূলক এক সাক্ষাৎকার হয় দুজনের মধ্যে।
এই সৌজন্যের বাতাবরণেই মানহানির মামলার সমন কি পরিবর্তন ঘটাবে সমীকরণে এটাই এখন প্রশ্ন রাজনৈতিক মহলে।
