পোশাক না পরলেও মেয়েদের ভালো লাগে, বিতর্কিত মন্তব্য যোগগুরু বাবা রামদেবের


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : আবারও বিতর্কিত মন্তব্য করলেন যোগ গুরু বাবা রামদেব। কিছুদিন আগে তিনি দাবি করেছিলেন, সালমান খান নিয়মিত মাদক নেন। এবার আরও বিতর্কিত মন্তব্য। মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “কিছু না পরলেও সুন্দর দেখায় মেয়েদের।” যোগ গুরুর এমন কথায় চমকে যান সভায় উপস্থিত মহিলারা। রামদেবের এমন মন্তব্য পছন্দ হয়নি, বলে জানিয়েছেন সভায় উপস্থিত মহিলারা। রামদেবের বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার মুম্বাইয়ে পতঞ্জলি যোগ পিঠের আয়োজনে শুধুমাত্র মহিলাদের জন্য বিনামূল্যে একটি যোগ প্রশিক্ষণ শিবির করেছিলেন বাবা রামদেব। ‘মুম্বাই মহিলা পতঞ্জলি যোগ স্মৃতি’র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে, মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী তথা গায়িকা অম্রুতা ফড়নবিশ সহ বিজেপির বেশ কয়েকজন নেতা। সেখানেই বক্তব্য রাখার সময় বিতর্কিত মন্তব্য করেন বাবা রামদেব।

অনুষ্ঠানে আয়োজনের শুরুতেই নিয়ম মেনে চোখ শিক্ষা দেন রামদেব। সেই সময় মহিলারা যোগ চর্চার জন্য বিশেষ পোশাক পড়েছিলেন। যোগাসনের প্রশিক্ষণ শেষ হওয়ার পরই বাবা রামদেব বক্তব্য দিতে শুরু করেন। তারপরেই বাবা রামদেব বলেন, “শাড়ি পরলে মেয়েদের ভালো লাগে। সালোয়ার-কামিজ পরলে মেয়েদের ভালো লাগে। আমার চোখে কিছু না পরলেও মেয়েদের সুন্দর লাগে।”

রামদেবের এমন মন্তব্যের পর সভাস্থলে উপস্থিত সকলে বেজায় অস্বস্তিতে পড়েন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত মেয়েদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। সবার স্থলে উপস্থিত মেয়েরাও এই বক্তব্যের তীব্র নিন্দা করেন। এদিকে বিতর্কিত মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডে ভাইরাল হওয়ায়, ঝামেলা বাড়ে। শুরু হয় নিন্দা। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি যোগগুরু রামদেব। অন্যদিকে রামদেবের এই বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে নড়েচড়ে বসে মহিলা কমিশন। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপারসন, স্বাতী মালিওয়াল ভিডিওটি ট্যুইট করে রামদেবকে ক্ষমা চাওয়ার কথা বলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম