ছাত্রীকে কুরুচিকর মেসেজ, মামলা দায়ের শুভেন্দু অধিকারী বিরুদ্ধে।

 Subendhu Adhikari| FIR : রাজ্যের বিরোধী দলনেতা কেন করলেন এইরকম মন্তব্য?

 সবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: ছাত্রীকে কুরুচিকর মেসেজ, মামলা দায়ের শুভেন্দু অধিকারী বিরুদ্ধে। 

আবারও শুভেন্দু অধিকারী আইনি জটিলতায়। এক ছাত্রীকে অশালীন ভাষায় মেসেজ করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হলো। অভিযোগ উঠেছে হোয়াটসঅ্যাপে  তিনি কুরুচিকর ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জড়িয়ে সেই ছাত্রীকে আক্রমণ করেছেন। যা নিয়ে সোমবারই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফ আই আর দায়ের হয়েছে।

সোমবার রাতে হাওড়া জেলার সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করে ওই ছাত্রী। ছাত্রীর স্পষ্ট বক্তব্য, শুভেন্দু অধিকারী কে হোয়াটসঅ্যাপে তার সুস্থতা কামনার জন্য এসএমএস করা হলে তিনি অশালীন ভাষায় তাকে আক্রমণ করেন। নাম জড়ান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়েও। তার দাবি, এতে তার সম্মানহানি হয়েছে। তাই তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন। 

অভিযোগকারীনি যুব তৃনমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। গত ১৪ই নভেম্বর রাজ্যের বিরোধী দলনেতা কে ‘গেট উইল সুন’ এসএমএস করে পাঠিয়েছিলেন। যা নিয়েই আক্রমণ করেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্য জনসভায় তার হোয়াটসঅ্যাপ নম্বর সবার সামনে নিয়ে চলে আসেন। তারপরেই সেই অভিযোগকারীনি ছাত্রী ওই এসএমএসটি করেন রাজ্যে বিরোধী দলনেতার উদ্দেশ্যে। কিন্তু সামান্য এসএমএসে এরকম কুরুচিকর আক্রমণ কেন একজন ছাত্রীর বিরুদ্ধে? প্রশ্ন উঠছে! 

ছাত্রীর আরও দাবি, শুভেন্দু অধিকারী কে গেট উইল সুন বলায় তাকে এহেন কুরুচিকর আক্রমণ করা হয়। আক্রমণ করতে গিয়ে ছাত্রীর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পর্যন্ত জড়ানো হয়। এরপর, বিজেপির আইটি সেলের তরফ থেকে তাকে হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে তার অভিযোগ। এরপরই তিনি আইনি সাহায্য নিতে পুলিশের কাছে ছুটে যান। এই ঘটনায় তিনি অত্যন্ত আতঙ্কিত বলেও ছাত্রী জানিয়েছেন।

প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতার মুখে নারী সুরক্ষার কথা শোনা যায়। কিন্তু যে নারী সুরক্ষার কথা তিনি মুখে বলেন সেই নারী সুরক্ষা কি তিনি আদৌ নিজে অনুসরণ করেন? প্রশ্ন উঠছে। একজন ছাত্রীকে এই ধরনের মন্তব্য, তাও আবার রাজ্যের বিরোধী দলনেতার?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম