সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : “সৌরভকে বোর্ড সভাপতির পদ থেকে সরানো হয়েছে বেআইনি ভাবে” এমনই অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা।
মামলাটি করেছেন আইনজীবি রামপ্রসাদ সরকার। মামলা দায়ের হয়েছে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।
এই বছর বিসিসিআই সভাপতি পদের মেয়াদ শেষ হয় সৌরভের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এক জন ব্যক্তি রাজ্য সংস্থায় ছয় বছর এবং বোর্ডে ছয় বছর দায়িত্বে থাকতে পারে। সেই হিসেবে আরও একবার সভাপতি হতে পারতেন সৌরভ। কিন্তু বোর্ড তাকে দ্বিতীয়বার সুযোগ দেয়নি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী জয় শাহ থেকে গেছে দ্বিতীয়বারের জন্য । আর সেই নিয়েই এবার হলো মামলা।
শুক্রবার সৌরভকে বিসিসিআই এর সভাপতি পদে না রাখা নিয়ে প্রশ্ন তোলে রামপ্রসাদ বাবু। তিনি বলেন “বিসিসিআই এর সভাপতি ও সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ যদি পুনর্বার বোর্ডে থাকতে পারেন, তবে সৌরভ নয় কেন ? তাঁকে কি রাজনৈতিক কারনে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে।”
সম্ভবত আগামী সপ্তাহে প্রধান বিচারপতি বেঞ্চে রয়েছে এই মামলার শুনানি। তবে এই বোর্ডের বিরুদ্ধে এই মামলা নিয়ে বলাই বাহুল্য বেশ আলোড়ন পড়েছে ভারতীয় ক্রিকেট মহলে।
