সংবাদ বাংলা ডিজিটাল : কলকাতা হাইকোর্টের রায়, আবারও বেকায় পড়ে গেলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কুনাল ঘোষের দায়ের করা মানহানি মামলা তদন্তে স্থগিতাদেশ নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। মামলা চলবে এবং নিয়মিত শুনানি হবে, জানিয়ে দিল উচ্চ আদালত।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই, তাঁকে রাজনৈতিক আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। তাঁকে পাল্টা জবাব দিতে গিয়ে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু। তারপর শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
কুণালের দায়ের করা মানহানি মামলা স্থগিত করতে এবং বিরোধী দলনেতা হওয়ায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন, তাই সশরীরে আদালতে হাজিরা দিতে পারবেন না, এমনই আবেদন করেছিলেন নিম্ন আদালতে শুভেন্দু। কিন্তু নিম্ন আদালত শুভেন্দুর সেই আরজি খারিজ করে দেন।
এরপর কলকাতা হাইকোর্টে যান শুভেন্দু। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, কুণালের দায়ের করা মানহানি মামলার গ্রহণযোগ্যতা আছে। তাই মামলা চলবে এবং যেমন শুনানি চলছিল তেমন চলবে। যদিও সবসময় হাইকোর্টে হাজিরা না দিলেও চলবে, জানিয়ে হাইকোর্ট।
এদিন হাইকোর্ট আরও জানিয়েছে শুনানি চলাকালীন অন্তর্বর্তী সময় শুভেন্দুর হয়ে তাঁর আইনজীবী প্রতিনিধিত্ব করতে পারবেন। আজ নিম্ন আদালতের মামলায় হাজিরা দেননি শুভেন্দু। ১৭ তারিখ মামলার পূর্ণাঙ্গ শুনানি, সেইদিন ঠিক হবে শুভেন্দু সশরীরে আদালতে হাজিরা দেবেন কি না?

