সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপির আইনি সেলের ইনচার্জ লোকনাথ চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে পোস্তা থানায় অভিযোগ দায়ের করলো বিজেপিরই যুব মোর্চার আইটি সেলের ইনচার্জ মনীশ বিসা।
মনিশ তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। এর পাশাপাশি দুইজন সিআরপিএফ জাওয়ানের বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন তিনি।
পুলিশ সুত্রে জানা যাচ্ছে অস্বাভাবিক যৌন আচরণের অভিযোগ দায়ের হয়েছে। লাল বাজারের তরফে জানানো হয়েছে মনীশ বিসা-কে যৌন নির্যাতন করা হয়েছে অভিযোগের তীর লোকনাথ চট্টোপাধ্যায়, রাকেশ কুমার , রাহুল ও বিনোদের দিকে।
পুলিশের বক্তব্য ২৬ থেকে ২৯ অক্টোবরের মধ্যে শারীরিক নির্যাতন করা হয়েছে মনীশ-কে। অন্যদিকে দলের রাজ্য নেতার বিরুদ্ধে এমন অভিযোগে স্পষ্টতই তোলপাড় পড়ে গেছে বিজেপির অন্দরে।
মনীশের বক্তব্যে তাকে আইনি সেলের ইনচার্জ সংগঠনের কাজে সিকিমে নিয়ে যায় কিন্তু পরে তিনি বোঝেন তাকে ভুল বুঝিয়ে ব্যক্তিগত সেবক হিসেবে নিয়ে গেছিলো তিনি। ওখানেই শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি।
শুধু বিজেপির অভ্যন্তরেই না এই ঘটনা নিয়ে তোলপাড় পড়েছে বাইরেও, খুব স্বাভাবিক ভাবেই রাজনৈতিক ভাবে পুরো ঘটনায় বেশ চাপে ভারতীয় জনতা পার্টি।
