ফের বাম-বিজেপি সেটিংস! TMC কে ঠেকাতে নন্দকুমারের পর এবার মহিষাদলে জোট বিজেপি সিপিএমের


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : আবারও বাম বিজেপির জোট। নন্দকুমারের পর মহিষাদলে লাল গেরুয়া জোটের ছবি। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ফের CPM, BJP সেটিংস প্রমাণিত হল, বলছে তৃণমূল।

সমবায় নির্বাচনে নন্দকুমার মডেল। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ফের সমবায় সমিতির নির্বাচনে বাম ও বিজেপি বোঝাপড়া করে প্রার্থী দিল। পাশাপাশি একসঙ্গে দুই দলের নেতাকর্মীরা প্রচারে নামল। অন্যদিকে বাম বিজেপি জোটের পাল্টা প্রচার শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির।

২০ই নভেম্বর মহিষাদলের কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতির নির্বাচন রয়েছে। সেই সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাম-বিজেপি জোট। সেখানে এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ।

মহিষা দলের এই সমবায় মোট ৭৬টি আসন রয়েছে। সেখানে বাম ও বিজেপি জোট করে ‘সংযুক্ত কৃষক মোর্চা’র নামে মোট ৭৫ টি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে বিজেপি প্রার্থী দিয়েছে ৬২ টি আসনে এবং বামেরা প্রার্থী দিয়েছে ১৩ টি আসনে। অন্যদিকে সব আসলে প্রার্থী দিয়েছে তৃণমূল। ফলে ভোটের আগে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে শাসক দল।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে নন্দকুমারের বহরমপুর কৃষি সমবায় সমিতির নির্বাচনে জোট করে লড়াই করেছিল বাম ও বিজেপি। সেখানে মোট ৬৩ টি আসনের জয়লাভ করেছিল বাম বিজেপি জোট। সেই মডেল কে সামনে রেখে বাবু বিজেপি, এবার ভোটে লড়তে চলেছে মহিষাদলের সমবায় সমিতি নির্বাচনে। এখানেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বাম ও বিজেপি যে গোপনে সেটিংস করে তা আবারও প্রমাণ করে দিল এই জোটের মাধ্যমে। সব মিলিয়ে মহিষাদলে এই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম