সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : কলকাতার হাইকোর্টের নতুন নির্দেশিকা অনুযায়ী সব বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা টেটে অংশগ্রহণ করতে পারবে। সম্প্রতি হাইকোর্টে দায়ের হওয়া একটি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে এমনই নির্দেশ দিলো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।
এনসিটিই নির্দেশ দিয়েছিল বিএড উত্তীর্ণরা ৫০% নম্বর পেলে তবে টেট পরীক্ষায় বসতে পারবে। এবার সেই নির্দেশিকাকে নস্যাৎ করে আদালত জানালো যে বিএড উত্তীর্ণ হলেই পরীক্ষায় বসতে পারবে চাকরি প্রার্থীরা। দিতে পারবেন ইন্টারভিউও।
অন্যদিকে যে নাম বিভ্রাট তৈরি হয়েছিল তার সম্বন্ধে এদিন স্পষ্ট ব্যাক্ষা দেয় পর্ষদ। মমতা বন্দ্যোপাধ্যায়, দীলিপ ঘোষ, সুযন চক্রবর্তী এর মতো বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিদের নাম ছিল টেট উত্তীর্নদের তালিকায় যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। সেই বিষয়ে পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানান যে পর্ষদের তরফে ওই ব্যক্তিদের ফোন নম্বর সহ সকল তথ্য প্রকাশ করা হয়েছে।
এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের ভূমিকার প্রসংশা করেন বিচারপতি গাঙ্গুলী। তিনি বলেন যে পর্ষদ এবং এসএসসি এখন ভালো কাজ করছে। আজ বোঝা যায় তিনি স্পষ্টতই সন্তুষ্ট পর্ষদের ভূমিকায়।

