সংবাদ বাংলা ডিজিটাল : শুধুমাত্র পুরুষদের নিয়ে দুই লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হচ্ছে রাজ্যে। পেশা ধরে ধরে নির্মিত হচ্ছে প্রতিটি গোষ্ঠী। ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ গোষ্ঠী নির্মাণের কাজ শেষ। এখন চলছে এইগুলোর নামে অ্যাকাউন্ট খুলে তা পোর্টালের সঙ্গে সংযুক্তিকরণের কাজ।
এই কাজে সবচেয়ে এগিয়ে আছে জলপাইগুড়ি জেলা। তারা এরমধ্যেই জেলার সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রাজ্যের স্ব-রোজগার নিগমের তৈরি পোর্টালের সঙ্গে সংযুক্তিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে।
নিগমের তরফে জানানো হয়েছে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর ধাঁচে পুরুষদের জন্যও বানানো হয়েছে। এও জানানো হয়েছে যে এই গোষ্ঠীগুলোর উদ্যেশ্য দুই লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ২০ লক্ষ পুরুষকে স্বনির্ভর করে দেওয়া।
পেশাগত ভাবে সফল করে তোলায় উল্লেখিত গোষ্ঠীগুলোর প্রধান উদ্যেশ্য বলে জানানো হয়েছে। নিগম সুত্রে এও বলা হয়েছে যে কেউ যদি কোনো সামগ্রী তৈরি করতে সক্ষম তবে প্রশিক্ষন দিয়ে তাকে বিশ্বমানের সামগ্রী নির্মাণের যোগ্য করে তুলবে গোষ্ঠীগুলো।
উদাহরণস্বরূপ বলা হয়েছে যদি কোনো জায়গায় কাঠের কাজের জন্য বিখ্যাত হয় তবে সেখানে ছুতোরদের নিয়ে তৈরি হবে স্বনির্ভর গোষ্ঠী। যাতে গোষ্ঠীর সদস্যরা সর্বোত্তম মানের আসবাব তৈরি করতে পারেন , তা প্যাকেজিং করতে এবং বাজারজাত করতে পারেন তা নিশ্চিত করবে গোষ্ঠী। সদস্যদের সব ব্যাপারে সাহায্য করবে নিগম।
শনিবার বিশ্ব পুরুষ দিবস। তার আগেই রাজ্যের এই ব্যাপারে উদ্যোগ নেওয়াতে খুশি অল বেঙ্গল মেন্স ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্য। তাদের বক্তব্য লিঙ্গ বৈষম্যের জন্য অনেক ক্ষেত্রেই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন পুরুষরা। এই উদ্যোগ অনেকটাই দূর করবে লিঙ্গ বৈষম্য।
এই উদ্যগ নিয়ে নিগমের চেয়ারম্যান বলেন, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য কেন্দ্রের অনেক প্রকল্প আছে কিন্তু পুরুষদের জন্য কিছুই ছিলোনা। এই প্রকল্পটি সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় এর মস্তিষ্কপ্রসূত এবং রাজ্যের টাকায় পুষ্ট। এমন প্রকল্প ভারতে এই প্রথম।
