এবার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আদালতের ক্রমাগত হস্তক্ষেপ নিয়ে বিধানসভায় উষ্মা প্রকাশ করলো মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি এও অনুরোধ করলেন বিচারব্যবস্থার কাছে যে বিচারের বানী যেন নিভৃতে না কাঁদে।
এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী বলেন “যখনই আমরা লোক নিতে চাই তখনই কেউ কোর্টে চলে যাচ্ছে। আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে চলে আসছে। আমরা ৩ মাসের মধ্যে নিয়োগ শেষ করতে চাই। কিন্তু কোর্টে লড়তে গিয়েই সব টাকা চলে যাচ্ছে।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বিচারব্যবস্থার প্রতি অনুরোধ করেন, “কোর্টকে বলবো এটা দেখতে। বিচারব্যবস্থা মানুষের জন্যই , মানুষের জন্যই হোক। বিচারের বানী যেন নিভৃতে না কাঁদে।
বস্তুত এই মুহুর্তে একাধিক মামলায় জর্জরিত রাজ্য। যার ফলে একাধিক নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন অতিরিক্ত পদ তৈরি করে শারীরিক শিক্ষা এবং কর্ম শিক্ষার চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছিল কিন্তু তাও আটকে গেছে আদালতের স্থগিতাদেশে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এর এমন উক্তি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
