সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ফের যোগীরাজ্য উত্তরপ্রদেশে এক নির্যাতিতা নাবালিকার মর্মান্তিক মৃত্যু প্রকাশ্যে এলো। ধর্ষকের সাথে বিয়ের জন্য চাপ দিতেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুখাবাদের ফতেগড় থানা এলাকায়।
২০২১ সালের ৮ই জানুয়ারি এক ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণ করে দুই ব্যাক্তি। পরে পুলিশ গ্রেফতার করে দুই ধর্ষককে। গত আগস্ট মাসে জেল থেকে ছাড়া পায় ওই দু’জন। এরপরই ওই ধর্ষকেরা নানান ভাবে চাপ দিতে থাকে ওই নির্যাতিতাকে। ধর্ষণের অভিযুক্তরাই তাকে চাপ দিতে থাকে এক উপযুক্তকে বিয়ে করার জন্য। সেই চাপ সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ওই নির্যাতিতা।
নির্যাতিতার বাবা তখন মাঠে কাজ করছিল। চিৎকার শুনে ঘরে দৌড়ে এসে দেখেন এই কান্ড। প্রথমে স্থানীয় হাসপাতালে গুরুতর যখন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় দিল্লির সফদরজং হাসপাতালে। সেখানেই ওই নির্যাতিতার মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই নাবালিকার শরীরের ৭০% পুড়ে গিয়েছে।
নাবালিকার মৃত্যুর পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখযোগ্য, বারবার নারী নির্যাতনের ঘটনায় উত্তরপ্রদেশের নাম উঠে এসেছে। হাথরাস থেকে উন্নাও একের পর এক ধর্ষণের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছেন উত্তরপ্রদেশের আমজনতা। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে খুন নারীদের অত্যাচারে দেশের মধ্যে সবার আগে রয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। আবারও ফারুকখা বাদের ঘটনা সেই দিকই নির্দেশ করল।
