চার্জশীট বিকৃত করে অপপ্রচার করছে শুভেন্দু, সব ফাঁস করলেন কুনাল ঘোষ


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : সিবিআই এর চার্জশীট বিকৃত করে অপপ্রচার করছে বিরোধী দলনেতা এমনই গুরতর অভিযোগ করলেন তৃনমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ। যে চার্জশীটের প্রসঙ্গ এই অভিযোগ করেছে সেই চার্জশীটের আরেকটি অংশ টুইট করেছেন কুনাল বাবু। 

দিন কয়েক আগে শুভেন্দু অধিকারী দাবি করেছেন কয়লা পাচার কান্ড আসলে একটা বড়োসড়ো চক্র। তিনি এও বলেন গুরপদ মাঝির নাম চার্জশীটে উল্লেখ আছে। তিনি এও বলেছিলেন প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার দূর্নীতি এটা যার মধ্যে ১ হাজার কোটি গেছে রাজ্যের প্রভাবশালী রাজনীতিকের কাছে। তার ব্যাপারে স্পষ্ট করে না বললেও তিনি জানিয়েছিলেন সেই ব্যক্তি নাকি রাজ্য প্রশাসনের অন্যতম নিয়ন্ত্রক। 

যদিও জোড়া ফুল শিবির শুরু থেকেই দাবি করে আসছে যে সিবিআই কে রাজনৈতিক ভাবে ব্যবহার করবার চেষ্টা করছে বিজেপি। এবার তৃনমূলের রাজ্য সাধারণ সম্পাদকও চার্জশীটের একটি অংশ ব্যবহার করেছেন নিজের টুইটে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কয়লা পাচারের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি নিজের বয়ানে বলছেন বিণয় মিশ্র তাকে AB এর নাম নিয়ে তাকে ধমকাতো বটে তবে AB নামের কারোর সাথে তাঁর সঙ্গে দেখা হয়নি এমনকি তার কোনো প্রতিনিধি বা সেক্রেটারির সঙ্গেও না। 

টুইটে কুনাল ঘোষ দাবি করেছেন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করা হচ্ছে তৃনমূলকে বদনাম করবার জন্য। চার্জশীটের একটি অংশ তুলে বিকৃত চার্জশীটের মাধ্যমে বিভ্রান্তি এড়ানোর চেষ্টা চলছে। তাঁর বক্তব্য চার্জশীটের বাকি অংশ ভারতীয় জনতা পার্টি দেখাচ্ছে না তাই তিনি সম্পূর্ণ অংশটি প্রকাশ করলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম