বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ পাঠালো শান্তনু সেন

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ পাঠালো শান্তনু সেন।

তৃণমূল সাংসদ শান্তনু সেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো এবার। যা নিয়ে শুরু হয়েছে পুনরায় রাজনৈতিক তরজা। নির্দিষ্ট সময়ের মধ্যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদি শান্তনু সেন এর কাছে ক্ষমা না চান তাহলে মানুহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন স্বয়ং তৃণমূল সাংসদ। যার ফলে আইনি জটে পড়ে গেলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি।

প্রসঙ্গত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে জানিয়েছিলেন, এক লক্ষেরও বেশি র‍্যাঙ্ক করে কিভাবে আরজিকর মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে শান্তনু সেনের কন্যা? আর এই প্রশ্নের জবাবে তৃণমূল সাংসদ শান্তনু সেন নিজ মেয়ের মার্কশিট সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তার মেয়ের বিরুদ্ধে কেবলমাত্র কুৎসা লটানোর জন্য এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তিনি মার্কশিট দেখিয়ে বলেন, “প্রতিবছরই আমার মেয়ে ফার্স্ট হয়ছে। একবারেই সে নিট পাশ করেছে।”

এর আগে সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, শান্তনু সেনের কন্যা NEET অর্থাৎ সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাস না করে ডাক্তারি পড়ছেন। পাল্টা তার জবাব দিতে ছাড়েন নি তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি সঙ্গে সঙ্গে মেয়ের মার্কশিট দেখিয়ে জানিয়ে দেন একবারেই তার মেয়ে নিট পাস করেছে। তার মেয়ে প্রথম থেকেই মেধাবী ছিল।

তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন আরও বলেন,“বিজেপি নিজে বেটি পড়াও বেটি বাঁচাও এর কথা বলে আর তারাই একজন ডাক্তারি ছাত্রীকে আতঙ্কিত করে তুলেছে। রাজনৈতীক ভাবে আমার সাথে না পেরে উঠে আমার কন্যাকে আক্রমণ করছে”।

প্রসঙ্গত এর আগেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবাকে নিয়ে ভুল মন্তব্য করেছিলেন। যার ফলস্বরূপ আদালত শুভেন্দু অধিকারী কে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছিল। আর এখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ও আইনি নোটিশ পাঠালো তৃণমূল সাংসদ শান্তনু সেন। সব মিলিয়ে বিজেপি নেতারা একের পর এক যেভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে না উঠে তাদের পরিবারের উপর আক্রমণ আনছে তা মোটেও ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহল।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম