কথা রাখলেন মুখ্যমন্ত্রী করলেন বৃক্ষপূজো, পরিভ্রমণ করলেন বনবিবির মন্দির


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বৃক্ষ পূজা করবেন। সেইমতো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বসিরহাটে গিয়ে পূজা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিঙ্গলগঞ্জে বনবিবির মন্দিরে গিয়ে শাড়ি, ধুতি, মালা, মিষ্টি, ফল সহ বিপুল আয়োজনে পূজার সমাধা করলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান, মুখ্যসচিব এইচকে দ্বিবেদী সহ একাধিক আধিকারিক। 

সেখানে পূজা সমাপ্তির পর সামান্য কিছু জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। মানুষের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর সেখান থেকে প্রস্তান করেন। রওনা হোন সামশেরনগর তাঁর জনসভার উদ্দেশ্যে। 

হিঙ্গলগঞ্জের মতো প্রত্যন্ত গ্রাম সাধারণত মুখ্যমন্ত্রীর দর্শনের থেকেই বঞ্চিতই থেকেছে। এই প্রথম এরকম প্রত্যন্ত গ্রামে কোনো মুখ্যমন্ত্রীর পা পড়লো। মমতা বন্দ্যোপাধ্যায় এর এই পূর্বপরিকল্পিত সফরে স্বভাবতই খুশি এলাকাবাসী। 

আগেই জানিয়েছিলেন তিনি সুন্দরবন বাসীকে বাঘ আর কুমিরের হামলা থেকে বাঁচাতে প্রকৃতিকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে বনবিবির পূজা করবেন তিনি। 

মঙ্গলবার ডুমুরজলা হেলিপ্যাড থেকে কাপ্টারে হিঙ্গলগঞ্জে পৌঁছোন মুখ্যমন্ত্রী। সেখানে থেকে সড়ক পথে উপস্থিত হোন বনবিবির মন্দিরে। 


একটি বড়ো ডালিতে মালা , মিষ্টি , শাড়ি, ধুতি নিয়ে মন্দিরে দেবীমূর্তির পূজো সম্পূর্ণ করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে মন্দির চত্বরে থাকা একটি গাছে সবুজ রঙের শাড়ি জড়িয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 

মন্দিরের কিছু লোককে ধুতি চাদর প্রদান করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি মন্দির চত্বর পাকা করে দেওয়ার আশ্বাসও দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান ,“মন্দির পাকা হয়ে গেলে আরও বেশি পরিচিতি পাবে। পর্যটনও বাড়বে।” 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম