সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : অতীতেও বহুবার রাজনীতির শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রাম। এবার সেই নন্দীগ্রামেই পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ দিচ্ছে শয়ে শয়ে বিজেপির নেতাকর্মী। ফলতঃ বেকায়দায় পড়ে গেলেন শুভেন্দু অধিকারী।
একদা বামেদের বিরুদ্ধে ভূমি আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামেই গত একুশের বিধানসভা নির্বাচনে, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যায়। বিজেপির টিকেটে ভোটে জিতে বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এবার সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দলত্যাগের সিদ্ধান্ত জানাল, শুভেন্দু কে অনুসরণ করে বিজেপিতে যাওয়া নেতাকর্মীরা। তাদের দাবি, আমরা যাঁরা শুভেন্দু অধিকারী কে জেতাতে দিনরাত এক করেছি, ভোটের পর আমরাই ব্রাত্য হয়ে গেছি। শুধু তাই নয়, তাদের অভিযোগ, যাদের বিরুদ্ধে ক্ষোভে অধিকারী পরিবারের পাশে ছিলেন, তাদেরই নেতা হিসাবে মানতে বাধ্য হচ্ছি।
শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগর এর মহেশপুর সভায় প্রায় ১০০০ জন বিজেপি নেতা কর্মী সমর্থক যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে বিজেপির বিদ্রোহী শিবির সূত্রে জানা গিয়েছে। সেই যোগদান পর্ব ঘিরে নন্দীগ্রামে ১ নম্বরে ব্লক তৃণমূল কংগ্রেস শিবিরে প্রস্তুতি তুঙ্গে।
বিজেপি শিবিরে এই বিদ্রোহের আগুন কেবলমাত্র গোকুলনগরের মহেশপুরে সীমাবদ্ধ নেই। সোনাচূড়া, হরিপুর, কালিচরণপুর, বয়াল, ঘোলপুকুরিয়া, ভেকুটিয়া সহ নন্দীগ্রামের আশেপাশে আরও বহু এলাকাতে ছড়িয়ে পড়েছে।
বেশ কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বিজেপিকে তার নিজের বুথেই জেতাতে পারেননি। তার ওপর প্রায় হাজার খানেক নন্দীগ্রামে বিজেপির নেতাকর্মী, সমর্থক ঘাসফুল শিবিরের দিকে পা বাড়িয়েছে। ফলে বেকায়দায় পড়ে গেছে রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
