চেন্নাইতে কলকাতার চেনা ছবি ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঢাক বাজিয়ে মাতিয়ে দিলেন স্থানীয়দের।


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন এর পারিবারিক অনুষ্ঠানে সামিল হতে চেন্নাই গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই মুখ্যমন্ত্রীর সৌজন্যে কলকাতার দূর্গাপূজার চেনা দৃশ্য দেখলো চেন্নাই। 

চেন্নাই সফরে ঢাক বাজাতে দেখা গেলো মুখ্যমন্ত্রীকে। নিজের রাজ্যে বিভিন্ন সময়েই বাজনাদারদের থেকে বাজনা নিয়ে বাজনা বাজাতে দেখা গেছে তাঁকে। তবে এবার বে রাজ্যে গিয়েও চেনা মেজাজেই দেখা গেলো মুখ্যমন্ত্রীকে। 

বৃহস্পতিবার তাঁর চেন্নাই সফরের দ্বিতীয় দিন রাজ্যপালের ঘরের বাইরেই ঢাক হাতে দেখা গেলো মমতা বন্দ্যোপাধ্যায় কে। বৃহস্পতিবার তাঁর কলকাতায় ফেরার কথা তাঁর। দুপুর ২ টো নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দরের মাটি স্পর্শ করবে। 

রাজ্যপালের পরিবারের অনুষ্ঠানে যোগদান করতে বুধবার চেন্নাই পৌছেছিলো মুখ্যমন্ত্রী। চেন্নাই এর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। আজ সকাল ১০ টা নাগাদ সেখানে উপস্থিত হয় মমতা বন্দ্যোপাধ্যায় এর গাড়ি তিনি দেহরক্ষী সহযোগে গেটের দিকে যেতে গিয়েও থমকে যান। সেখানে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী বাজনা ‘ছেন্দা’ বাজাচ্ছিলো স্থানীয় শিল্পীরা। তিনি হাসি মুখে এগিয়ে যান সেদিকে । এরপরই হাসি মুখে বাজনাদারদের থেকে চেয়ে নেন বাজনার কাঠি তারপর মিনিট খানেক বাজান সেই বাজনা। 

পাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য বাজনাদাররা ‘ম্যাডামজি’ বলে সম্বোধন করে উৎসাহিত করতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় কে। অবশ্য কিছুক্ষণ বাদে কাঠি ফিরিয়ে দিয়ে সেখান থাকে প্রস্থান করেন মুখ্যমন্ত্রী। এরপর সদর দরজায় পৌঁছোতেই তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন রাজ্যপাল। 

সব মিলিয়ে আজ সারা সম্পূর্ণ অনুষ্ঠানে বেশ খোস মেজাজেই দেখা যায় মুখ্যমন্ত্রীকে। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম