যৌন লালসার জন্য আর কত নিচে নামবে মানুষ? রেহাই পাবে না চার বছরের শিশু কন্যাও? নারী সুরক্ষা কোথায় গিয়ে ঠেকেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে?প্রতিবারই যেন এই ধরনের প্রশ্ন তুলে দিচ্ছে বিজেপি শাসিত একের পর এক রাজ্যের ঘটনাগুলি। এইবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সামনে এলো চরম নিশংস ঘটনা। জানা যাচ্ছে, মধ্যপ্রদেশে ধর্ষণের শিকার হয়েছে চার বছরের শিশু কন্যা। যা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট রাজ্যে।
সূত্রে খবর, ২২ বছরের এক যুবক চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করে জঙ্গলে ফেলে দিয়ে পালায়। অনেকক্ষণ শিশু কন্যার হদিস না পাওয়ায় পুলিশে অভিযোগ দায়ের করেন পরিবার। তদন্তে নেমে পুলিশ ১৬ ঘন্টা বাদে সেই চার বছরের শিশু কন্যাকে জঙ্গল থেকে উদ্ধার করে।
অভিযোগের ভিত্তিতে ২২ বছরের ওই যুবককে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম রাজকুমার। সেখানকার এক স্থানীয় ধাবায় কাজ কর্মরত ছিলেন অভিযুক্ত রাজকুমার। পুলিশ সূত্রে খবর, জেরায় অভিযোগ স্বীকার করেছে ধৃত ব্যক্তি। জানা যাচ্ছে, ধৃত ব্যাক্তি সেই চার বছরের শিশু কন্যাকে মোবাইলে মজার ভিডিও দেখার প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে যায়। এরপরই তার ওপর শারীরিক নির্যাতন চালায় ধৃত রাজকুমার।
বর্তমানে চার বছরের শিশু কন্যার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রথমে জেলার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও হাসপাতালের সুপারিশ অনুযায়ী ইন্দরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয় চার বছরের শিশু কন্যাকে।
প্রসঙ্গত চলতি সপ্তাহে, এই নিয়ে তিনবার ধর্ষণের ঘটনা ঘটলো বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। ১৫ বছরের এক নাবালিকা গণধর্ষণের শিকার হয়।তারপর ১৭ বছরের এক নাবালিকাও একই সপ্তাহে শারীরিক নির্যাতনের শিকার হয়। আর এখন রেহাই পেল না চার বছরের শিশু কন্যাও। আর একের পর এক এই ধরনের ঘটনায় আবারও নারী সুরক্ষার ক্ষেত্রে প্রশ্নের মুখে শিবরাজ সিং চৌহান শাসিত রাজ্য।
বিজেপি বারবার নারী সুরক্ষার কথা বললেও নারী সুরক্ষায় তাদের রাজ্য গুলিই যে পিছিয়ে তার প্রমাণ বারবার উঠে আসছে এই ধরনের ঘটনাগুলি থেকে। উল্লেখ্য, এ রাজ্যের বিজেপি নেতারা বারবার পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু এই অভিযোগ কে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিউরো- র রিপোর্ট। সেই রিপোর্টেই বর্তমানে কলকাতা কি নারীদের জন্য সবচেয়ে সুরক্ষিত স্থান বলা হয়েছে।

