ক্ষমতা থাকলে আমাকে সোজা গ্রেফতার করুন, ইডির উদ্দেশ্যে হুঙ্কার দিলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কে খনি দুর্নীতি ও আর্থিক তছরুপের মামলায় তলব করেছিল ইডি। কিন্তু তিনি বিড়ির দপ্তরে হাজিরা না দিয়ে বললেন, তিনি যদি অন্যায় করে থাকেন তাহলে তাকে সরাসরি গ্রেফতার করা হোক। আদিবাসী মুখ্যমন্ত্রীকে হেনস্তা করতে ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি, এমনই অভিযোগ করেন হেমন্ত সোরেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে খনি দুর্নীতিতে নাম জড়িয়েছে ঝাড়খন্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। নির্বাচন কমিশন তার বিধায়ক পথ কেড়ে নেওয়ার সুপারিশ করেছিলেন। যদিও ঝাড়খণ্ডের রাজ্যপাল এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। 

তাছাড়া বাংলায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে লক্ষ লক্ষ টাকা সমেত গ্রেফতার করেছে বাংলার পুলিশ। হেমন্তের অভিযোগ, যেকোনো প্রকারে বিজেপি কখনো টাকার বিনিময়, কখনো ইডি সিবিআই দিয়ে ঝাড়খণ্ডের জোট সরকার ফেলে দিতে চাইছে।

আজ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হাজিরা দেওয়ার কথা ছিল। হাজিরা না দিয়ে দলীয় কর্মীদের সাথে দেখা করেন সোরেন। তাছাড়া আদিবাসীদের একটি অনুষ্ঠানেও যোগদান করেন হেমন্ত সোরেন।

নিজের বাসভবনের বাইরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে হেমন্ত সোরেন বলেন, “যদি আমি দোষী হয়ে থাকি, তাহলে আপনারা আমাকে প্রশ্ন করছেন কেন? ক্ষমতা থাকলে আমাকে সোজা গ্রেফতার করে ফেলুন।”

তাছাড়া তিনি আরও বলেন, “গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার কে ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। সেই জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে। আমি ইডি, সিবিআই কে ভয় পাই না। সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম