বিজয় মালিয়াকে দেশে ফিরিয়ে আনুক কেন্দ্রীয় সরকার, নির্দেশ সুপ্রিম কোর্টের।

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক:বিজয় মালিয়াকে দেশে ফিরিয়ে আনুক কেন্দ্রীয় সরকার, নির্দেশ সুপ্রিম কোর্টের।

ঋণ খেলাপি বিজয়ের মালিয়া কে দ্রুত দেশে ফিরিয়ে আনুক কেন্দ্রীয় সরকার এমনই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। বর্তমানে বিজয় মালিয়া ব্রিটেনে বসবাস করছেন। প্রসঙ্গত, ভারতের বিভিন্ন প্রান্তের ব্যাংক থেকে সর্বমোট ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে, সেই ঋণ পরিশোধ না করে ২০১৬ সালে পালিয়ে যান বিজয় মালিয়া যুক্তরাজ্যে। এরপর বিভিন্ন আইনি জটিলতার কারণে কেন্দ্রীয় সরকার আর ফিরিয়ে আনতে পারিনি বিজয় মালিয়াকে। 

কিন্তু এই নিয়ে মামলা এখনো চলছে সুপ্রিম কোর্টে। গত বৃহস্পতিবার বিজয় মালিয়ার আইনজীবী ইসি আগারওয়াল সুপ্রিম কোর্ট কে জানিয়ে দেন, তিনি এই মামলা থেকে অব্যাহতি চান। তিনি কোর্ট কে বলেন বারবার চেষ্টা করা সত্ত্বেও তার মক্কেলের সাথে তিনি যোগাযোগ করতে সক্ষম হননি।

প্রসঙ্গত,বহুদিন ধরে বিজয় মালিয়ার হয়ে মামলা লড়ছেন আইনজীবী ইসি আগারওয়াল। কিন্তু গত বৃহস্পতিবার আইনজীবী আগারওয়াল বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি কোহলির ডিভিশন বেঞ্চ কে স্পষ্ট  জানিয়ে দেন তিনি তার মক্কেলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছেন না। ফলস্বরূপ লন্ডন থেকে কোনরকম নির্দেশ আসেনি তার কাছে। এবং এরই জন্য তিন আর এই মামলা লড়তে চান না। তাই তাকে অবিলম্বে অব্যাহতি দেওয়া হোক। 

আইনজীবী আগারওয়াল- র আবেদনে সারা দিয়ে দেশের সর্বোচ্চ আদালত তাকে মামলা থেকে অব্যাহতির অনুমতি দিয়েছে। এবং একইসঙ্গে দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে যত দ্রুত সম্ভব বিজয় মালিয়া কে দেশে ফেরানোর জন্য। সুপ্রিম কোর্টের বক্তব্য, কেন্দ্রীয় সরকার বিজয় মালিয়াকে দেশে না ফেরালে এই মামলার আইনি প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় সরকার বিজয় মালিয়াকে ফিরিয়ে আনুক।

আইনজীবী আগরওয়ালকে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে লন্ডনের যে আবাসনে গা ঢাকা দিয়ে রয়েছে বিজয় মালিয়া, সেই আবাসনের ঠিকানা সুপ্রিম কোর্টের রেজিষ্টারে তিনি যেন নাতিভুক্ত করেন। 

ভারতের ইতিহাসে অন্যতম ঋণখেলাপি কিংফিশার এয়ারলাইন্স এর কর্ণধার বিজয় মালিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমেত  বিভন্ন ব্যাংক থেকে তিনি ঋণ নিয়েছেন। ঋণের পরিমাণ সর্বমোট ৯০০০ কোটি টাকা। তিনি ৬৫০০ কোটি টাকা দেওয়ার জন্য রাজি হয়েছিলেন এক সময়। যদিও তাতে রাজি হয়নি বিভিন্ন ব্যাংকগুলি। 

ব্রিটেনের আদালত বিজয় মালিয়াকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিলেও, এখনো পর্যন্ত নানারকম আইনি জটিলতায় ফেরাতে পারিনি কেন্দ্রীয় সরকার। আর যা নিয়ে বারবার আক্রমণের মুখে পড়তে হয় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম