দাঁইহাটা পৌরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দিলো অভিষেক বন্দোপাধ্যায়


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : দাঁইহাটা পৌরসভার চেয়ারম্যান শিশিরকুমার মন্ডলকে পদত্যাগ করবার নির্দেশ দিলেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শিশির বাবুর বিরুদ্ধে তরুনীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ছিলো। এর ভিত্তিতেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। 

বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উচ্চ নেতৃত্বের ঘোষণা সম্বন্ধে জেলা বাসীদের অবগত করলেন। তিনি এও জানালেন যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যাবে। 

শিশিরের বিরুদ্ধে অভিযোগ তিনি এক তরুণীকে চাকরির লোভ দেখিয়ে কুপ্রস্তাব দিয়েছিলো। নেট মাধ্যমে সেই নিয়ে একটি অডিও ভাইরাল হয়। এই অডিওতে শোনা যায় এক তরুণী কোনো এক ব্যক্তিকে ‘কাকা’ বলে সম্বোধন করছে। অভিযোগ এই ব্যক্তি পরে তরুনীকে কল এবং ভিডিও কল শুরু করে। পরবর্তীতে নাকি তাকে পূজোয় হোটেলে ডেকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয় চাকরির বিনিময়ে। 

যদিও দাঁইহাটা পৌরসভার চেয়ারম্যান আগেই বলেছেন আগেই দাবি করেছেন যে সব অভিযোগ মিথ্যা, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি এও বলেছিলেন যে আজকের যুগে অডিওতে ভয়স নকল করা এমন কিছু কঠিন নয় আর তাই হয়েছে। 

তিনি আরও জানিয়েছে “আমি থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুরো ঘটনার তদন্ত চেয়েছি পুলিশের কাছে। পাশাপাশি , দলকেও তদন্ত করে দেখার অনুরোধ করেছি। আমি এমন কলঙ্ক নিতে চাই না। দল আমাকে পদত্যাগ করতে বলেছে সেটা আমি করবো।”

তবে মোটের উপর এই ঘটনা তৃণমূলকে বিপদে ফেললেও অভিষেক বন্দোপাধ্যায় এর তৎক্ষণাৎ নেওয়া এই পদক্ষেপ দলের অপরাধ মুক্ত ভাবমূর্তিই স্পষ্ট করলো এমনটাই মত রাজনৈতিক মহলের। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম