পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি ছুঁলো, চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : আজ ১৫ নভেম্বর জেটের গতিতে বৃদ্ধি প্রাপ্ত পৃথিবীর জনসংখ্যা ছুঁয়ে ফেললো ৮০০ কোটির মাইলফলক। ১০০ থেকে ২০০ কোটি হতে সময় লেগেছিল ১২৫ বছর কিন্তু ৭০০ থেকে ৮০০ কোটি হতে সময় লাগলো ১২ বছর। 

জীবনধারণের মানোন্নয়ন এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতিই এই জন বিষ্ফোরণের আসল কারণ বলেই মনে করছে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা। 

তবে গত কয়েক বছরে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা হলেও কমেছে। তারপরেও ২০২২ এর হিসেবে দেখা যাচ্ছে ২০৩৭ সালে ৯০০ কোটি হবে পৃথিবীর জনসংখ্যা এবং ২০৫৮ সালে হয়ে যাবে ১ হাজার কোটি। জন্মহার বৃদ্ধি এবং মৃত্যু হার কমার ফলেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

যদিও রাষ্ট্রসংঘ আস্বস্ত করেছে জনসংখ্যা বৃদ্ধিতে ভয় পাওয়ার কিছু নেই ভয়ের জায়গাটা হলো জ্বালানির পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। বিকল্প শক্তি খোঁজ দরকার। বর্তমান পরিস্থিতিতে বহুল ব্যবহৃত প্রাকৃতিক শক্তির ভান্ডার অপর্যাপ্ত বলেই মনে হচ্ছে মানবসভ্যতার জন্য। 

যদিও একদল বিজ্ঞানীর চিন্তা এত জনভার কি করে সহ্য করবে আমাদের গ্রহ ? WWF এবং গ্লোবাল ফুটপ্রিন্ট এর সমীক্ষা বলছে ১.৫৭ টা পৃথিবী লাগবে মানুষ্য জাতির টিকে থাকতে। 

জনসংখ্যা বৃদ্ধির জন্যই অর্থনৈতিক মন্দা হতে পারে। আরও বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে পৃথিবীতে। এই সমস্যার সমাধান কি করে করা যাবে তাই এখন চিন্তা বিজ্ঞানিদের। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম