টানটান উত্তেজনায় ম্যাচ জিতল ভারত। ম্যাচের সেরা সেই বিরাট

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: টানটান উত্তেজনায় ম্যাচ জিতল ভারত | ম্যাচের সেরা সেই বিরাট | 

অস্ট্রেলিয়ার মেলবোর্ন - এ পাকিস্তান বধের মাধ্যমে  টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যাত্রাপথ শুরু করলো টিম ইন্ডিয়া।  ম্যাচের নায়ক সেই কিং কোহলি। 

রবিবার ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথম টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান- র উইকেট তুলে নেয় তরুণ পেশার  আরশদীপ সিং। শুরুতেই উইকেট খুইয়ে অনেকটা চাপের মধ্যে পরে যায় বাবরের দল। কিন্তু যে মিডিল অর্ডার নিয়ে বারবার প্রশ্ন উঠছিল পাকিস্তান ক্রিকেট টিমের,সেই মিডিল অর্ডার ই পাকিস্তানকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয়। ইফতিকার ৩৪ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তিনি ব্যাট হাতে চারটি ছক্কা এবং চারটি চার হকান। অন্যদিকে নিজের উইকেট ধরে রেখে পাকিস্তানকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন পাকিস্তানি ব্যাটসম্যান মাসুদ। তার রান সংখ্যা ৪২ বলে ৫২। অবশেষে  ভারতকে ১৫৯ রান করে ১৬০ রানের টার্গেট দেয় বাবরের দল। 

ব্যাট হাতে ভারতের ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি। ম্যাচের দ্বিতীয় ওভারেই কে এল রাহুল চার রানে ফিরে যান। এরপর একে একে রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, অক্ষর প্যাটেল আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যায়। এক সময় ভারতের স্কোর হয়ে দাড়ায় ৬ ওভার ১ বল শেষে ৩১ রানে ৪ উইকেট। তখন ভারতের হয়ে ব্যাটিং করছেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। দুজনে ম্যাচের পরিস্থিতি ভালো করে বুঝে সাবধান সহকারে ব্যাটিং শুরু করেন। এরপর বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া ১১৩ রানের পার্টনারশিপ করেন। যা ভারতের জয়ের অন্যতম ভিত্তি। বিরাট কোহলি ৫৩ বলে ৮২ রান করে নটআউট থাকেন। অন্যদিকে হার্দিক পান্ডিয়া ৩৭ বলে ৪০ রান করেন।

শেষ নয় বলে ২৯ রান বাকি। ঠিক সেই সময় প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি দুটো ছক্কা মেরে শেষ ওভারের জন্য বাকি রাখেন ১৬ রান। লাস্ট ওভারে হার্দিক পান্ডিয়া প্রথম বল খেলেই আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান। এরপরের দীনেশ কার্তিক ভারতের হয়ে ব্যাটিং করতে নামেন। প্রথম বলেই সিঙ্গেল নিয়ে বিরাট কোহলি কে স্ট্রাইক দেন তিনি। এরপর বিরাট কোহলি দু রান করে ফের নিজের কাছে স্ট্রাইক ফিরিয়ে নেন। এর পরের বলে ছয় মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কিং কোহলি। প্রসঙ্গত সেই বলটি আবার নো বল ছিল।  খুব স্বাভাবিকভাবেই ফ্রি হিট পায় ভারতীয় টিম। কিন্তু ফ্রি হিটে বল গিয়ে লাগে উইকেটে। কিন্তু পাকিস্তান টিমের তাতে লাভের লাভ তো হয়নি বরং উল্টে তিন রান চলে যায়। কারণ উইকেটে লেগে বলটি বাউন্ডারির দিকে চলে যাচ্ছিল, আর এই সুযোগে তিন রান নিয়ে নেন বিরাট কোহলি। পরের বলে দীনেশ কার্তিক আউট হয়ে গেলে আবার উত্তেজনার সৃষ্টি হয় ভারত পাকিস্তান ম্যাচে। ব্যাট করতে নামেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন। তখন দুই বলে দুই রান বাকি। কিন্তু পরের বললেই পাকিস্থানের বলার হোয়াইট বল করে ম্যাচ কে ভারতের মুঠোয় করে দেয়। এরপর রবিচন্দ্র আশ্বিন চার মেরে ভারতকে জিতিয়ে দেন।।

প্রসঙ্গত খারাপ ফর্মের জন্য নানা মহলে সমালোচিত হতে হয়েছিল প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি কে। আজ সেই সমস্ত সমালোচনার জবাব দিলেন তিনি। তার  অধিনায়কত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ভারত হেরেছিল পাকিস্তানের কাছে। তখন বিরাট কোহলিকে যথেষ্ট সমালোচনার মুখে পরতে হয়েছিল। কখনো আবার খারাপ ফর্মের জন্যেও সমালোচকদের সমালোচনার শিকার হতে হয়েছিল তাকে। অনেকবার তো আওয়াজ ও উঠেছিল টিম ইন্ডিয়া থেকে নাকি এইবার বিরাট কোহলি কে বাদ দিয়ে দেওয়া হোক। কিন্তু এই সমস্ত সমালোচনার করা জবাব দিলেন আজ তিনি। আজ তার দুর্দান্ত ইনিংসের জন্যই ভারত জয়ী। তিনি সমস্ত সমালোচকের মুখে চুনকালি যেন মাখিয়ে দিলেন একপ্রকার। এই ইনিংসের মাধ্যমে তিনি যেন বলতে চাইলেন রাজা রাজাই হয়। 

উল্লেখ্য, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হেরে ভারতীয় টিম ছিটকে গেছিল টুর্নামেন্ট থেকে। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে সেই হারের বদলা তুলে নিল ভারতীয় টিম।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম