সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : বিসিসিআইতে আগেই মেয়াদ শেষ হয়েছে সৌরভের। ওনাকে দ্বিতীয়বারের জন্য বসানো হয়নি সভাপতির পদে। তার জায়গায় অধিষ্ঠিত এখন ১৯৮৩ এর বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি।
কদিন আগে মহারাজ নিজেই ঘোষণা করেছিলেন বিসিসিআই এর দায়িত্বমুক্ত হওয়ার পর তিনি সিএবির সভাপতি নির্বাচনে দাঁড়াবেন। তবে এর মাঝখানেই প্রশ্ন উঠেছিলো সৌরভকে কি আইসিসি এর চ্যায়ারম্যান নির্বাচনের জন্য পাঠাবে বিসিসিআই ?? সেই উত্তর এবার স্পষ্ট করে দিলো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
সেই নিয়ে মিটিং হওয়ার কথা ছিলো আইসিসির অভ্যন্তরে কিন্তু কোনো কারণে মিটিং বাতিল হয়ে যায়। তবে বর্তমানে খবর পাওয়া যাচ্ছে বিসিসিআই নিয়ে নিয়েছে তার সিদ্ধান্ত। সৌরভ গাঙ্গুলীকে তারা আইসিসির নির্বাচনের জন্য পাঠাবে না। জানা যাচ্ছে আপাতত বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যায়ারম্যানকেই সমর্থন করবে তারা।
এই সিদ্ধান্তের পর এখন বাংলা ক্রিকেটে মননিবেশ করা ছাড়া আর কোনো উপায় নেই সৌরভের কাছে কিন্তু এই সিদ্ধান্ত কি রাজনৈতিক প্রভাবিত স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন উঠছে নানা মহলে।

