অনুব্রত মন্ডলের মঙ্গল কামনায় ২৫ কিলোমিটার হেঠে মাজরা চাদর চড়ালো মহিলারা |


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : দীর্ঘ দিন ধরে জেলে আছেন তৃনমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। এবার তার মঙ্গল কামনায় বীরভূমের পাথর চাপুড়ীতে দাতা বাবার মাজারে চাদর চাপালেন তৃনমূলের মহিলা কর্মীরা। 

জেল থেকে বেরিয়ে আসুক সভাপতি এই কামনা করে ২৫ কিলোমিটার হেঠে সিউড়িতে এসে প্রার্থনা করলেন তারা। বীরভূমের মহম্মদ বাজার থেকে পায়ে হেঁটে চাদর চড়াতে এসেছিলেন এই তৃনমূল কর্মীরা। 

তারা সংখ্যায় ৮ জন ছিলো বিকেলে ৩ টের সময় মহম্মদ বাজার থেকে রওনা হয়ে ৭ ঘন্টা পদচালনা করে তারা পৌঁছায় সিউড়ির পাথর চাপুড়ীতে। 

অনুব্রত মন্ডল দ্রুত জেল থেকে বেরিয়ে আসুক এবং পুনরায় সমহিমায় দায়িত্ব নিক জেলার সংগঠনের এই কামনাই করেছে তারা। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম