শব্দ তান্ডবে কাঁপলো শহর, ছট পূজার তান্ডব চিন্তার ভাঁজ ফেললো পরিবেশবিদদের কপালে।


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক
: রবিবার ছট পূজা উপলক্ষে কলকাতা জুড়ে চললো শব্দবাজির তান্ডব। আর সেই সঙ্গে "সুগ্রীব দোসর" এর মতো ছিলো ডিজে। শব্দের তান্ডবে কার্যত ঘুম উড়ে গেলো শহরবাসীর। 

কালীপূজার সময় সিত্রাং এর প্রভাবে বৃষ্টি ভেজা উৎসবে অনেকটাই কম ছিলো বাজির তান্ডব। পরে বৃষ্টি কমে গেলে শব্দ বাজি ফাটলেও তা বিশেষ উল্লেখযোগ্য পরিস্থিতি তৈরি করতে ব্যর্থ হয়েছিলো। 

তবে পরিবেশবিদদের কালীপূজার সব স্বস্তিকে তছনছ করে দিতেই যেন অস্বস্তি বাড়িয়ে শব্দবাজিতে মাতিয়ে তোলা হলো পুরো শহরকে। 

তবে প্রবল শব্দ দূষণের মধ্যেও জল দূষণের হাত থেকে রক্ষা পেলো শহর কলকাতা রবীন্দ্রনাথ সরোবর এবং সুভাষ সরোবর প্রভাবিত হলো না এই দূষণ যজ্ঞে। জাতীয় পরিবেশ আদালতের রায় মেনে বন্ধ রাখা হয়েছিলো এই দুই লেকের প্রবেশ পথ। শনিবার বিকাল থেকে সোমবার রাত পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ করা হয়।

শহরে শব্দ আক্রান্ত হওয়ার আশঙ্কা আগে থেকেই ছিলো তাই সত্যি হওয়াতে কপালে ভাঁজ পড়েছে পরিবেশবিদদের। অনেকের মতেই এরফলে শহরের বায়ুমন্ডলে প্রবল ভাবে বৃদ্ধি পেলো দূষণের মাত্রা কারণ বিশেষজ্ঞদের মতে শব্দবাজি শুধু শব্দ দূষণই তৈরি করে না বায়ুতেও পড়ে এর প্রভাব। আর এই ক্রমবর্ধমান দূষণ খুবই ক্ষতিকর শ্বাসকষ্টের রোগীদের জন্য। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম