শুভেন্দুর বিরুদ্ধে FIR করল সুপ্রিম কোর্টের আইনজীবী, শুভেন্দুর তীব্র নিন্দা করলেন কুণাল ঘোষ


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঘৃণ্য ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ করল সুপ্রিম কোর্টের এক আইনজীবী। পূর্ব মেদিনীপুরের একটি কালীপুজোর উদ্বোধনের গিয়ে শুভেন্দু ‘হিন্দুদের শেষ আশ্রয়স্থল ভারতবর্ষ’-র মতো একাধিক উস্কানিমূলক মন্তব্য করেন। কাঁথি থানায় পুলিশ অভিযোগ ডায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ২৪ শে অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার এলাকার একটু কালী পূজা উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি একাধিক উস্কানিমূলক মন্তব্য করেন। তিনি বলেন, “হিন্দুদের শেষ আশ্রয়স্থল হলো ভারতবর্ষ। এটা রাজনীতির কথা নয়। ভোটের কথা নয়, হিন্দুদের কথা। তাই এখানে যদি হিন্দুত্বকে আপনারা রক্ষা করতে পারেন তাহলে যাওয়ার আর কোনো রাস্তা নেই।”

শুভেন্দু আরও বলেন, “ইসলামিক ফ্রন্ট হিসেবে একদিকে বাংলাদেশ একদিকে পাকিস্তান, আর একদিকে রয়েছে বঙ্গোপসাগর। কয়েকদিন আগে আমাদের হিন্দুদের মারধর করা হয়েছে মোমিনপুরে। কলকাতার খিদিরপুরে লক্ষ্মী পূজার দিনও অশান্তি বাদী ১০০ ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার একজন মৃত শিল্পী ২০টা ঠাকুর তৈরি করেছিলেন তার মধ্যে ১৬টা ঠাকুর ভাঙচুর করেছে।”

এরপরই শুভেন্দুর উস্কানিমূলক মন্তব্যকে চ্যালেঞ্জ করে রাজ্য পুলিশের ডিজি এবং জেলা পুলিশ সুপারের কাছে ইমেইলে অভিযোগ জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সোহেল। এই অভিযোগের ভিত্তিতেই নন্দকুমার থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

শুভেন্দুর উস্কানিমূলক মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেছেন, “শুভেন্দু অধিকারী লাগাতার কুরুচিপূর্ণ উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন। আসলে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছেন না শুভেন্দু। তাই উস্কানিমূলক মন্তব্য করে অশান্তি বাধাতে চাইছেন।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম