এসএসকেএম এ সংঘটিত হলো রোটেশনপ্লাস্টি, অস্ত্রপচারে জীবন বাঁচলো ১৪ বছরের কিশোরের।

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : সফলতার সঙ্গে রোটেশনপ্লাস্টি অপারেশন সফল করে নজির গড়লো এসএসকেএম হাসপাতালে। রাজ্যের প্রথম কোনো সরকারি হাসপাতাল এমন অস্ত্রপচার সংঘটিত করলো। 

১৪ বছরের ক্যান্সার আক্রান্ত কিশোর রজত রায় বাবা অবনী বাবুর সঙ্গে মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসেছিলো চিকিৎসা করাতে। প্রথমেই এক বুক আশা নিয়ে তারা উপস্থিত হয় পিজি হাসপাতালের আউটডোরে । দুই টাকার টিকিটের বিনিময়ে ডাক্তার বাবুর সঙ্গে দেখা করেন তারা, এক্সরে করে চিকিৎসক সাফ জানান অস্ত্রপচার করতে হবে কঠিন সমস্যা। 

আর সেই মতো প্রথমে ভর্তি নেওয়া হয় এবং পরে দুটো কেমোথেরাপির পর হয় অপারেশন। ৫ ঘন্টার জটিল অস্ত্রপচার যখন শেষ হলো তখন শুধুই অবাক হওয়ার পালা , পরিবারের লোক দেখলো সামনের দিকে ঘুরে গেছে রজতের গোড়ালি। প্রথমটাতে ঘাবড়ে গেছিলো রজতও, নিজের পাকেই " ভূতের পা " বলে অভিহিত করেছিলো কিশোর , হেসে উঠেছিলো চিকিৎসকরা। 

বস্তুত যদি কোনো জয়েন্টে হওয়া টিউমার ম্যালিগন্যান্ট হয়ে যায় তখন সেই অংশকে কেটে রোগিকে সুস্থ করবার এই বিশেষ অস্ত্রপচার পদ্ধতির জন্ম হয়েছিল ২০১৮ সালে। কয়েক বছরের মধ্যেই ভারতে পা রাখলেও এই পদ্ধতি তেমন একটা প্রয়োগ হতো না সরকারি হাসপাতালে, ইতিপূর্বে শুধুমাত্র কিছু বিশেষ বেসরকারি হাসপাতালেই হতো এই অস্ত্রপচার । কিন্তু এই অস্ত্রপচার সম্পন্ন করে ইতিহাস রচনা করলো এসএসকেএম। 

কিশোরের ক্যান্সার জয়ের খবর ছড়াতেই বিভিন্ন জায়গায় থেকে আক্রান্তরা আসছে ক্যান্সার জয়ের আশায়, ইতিমধ্যেই তেমনই কয়েকজনের  অস্ত্রপচারের দিন ক্ষণ ঠিক করে নিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। 

তবে সব মিলিয়ে খুশির মহল রজতের পরিবারে । গোড়ালি সামনে এসে যাওয়াতে হাঠতে চলতে একটু অসুবিধা হচ্ছে তবে, ক্যন্সার তো পরাজিত হয়েছে ডাক্তার বাবুদের চেষ্টায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম